What is the symbolic role of “the centre” in the poem “The Second Coming”?
A
Childhood memory
B
Authority and tradition
C
Natural beauty
D
Romantic love
উত্তরের বিবরণ
“the centre cannot hold” বোঝায় কেন্দ্রীয় কর্তৃত্ব ও ঐতিহ্যের পতন। কেন্দ্র মানে সেই শক্তি যা সবকিছুকে ধরে রাখে—ধর্ম, রাজনীতি, নৈতিকতা। কিন্তু সেটি ভেঙে পড়ায় সমাজ ভেঙে যাচ্ছে।

0
Updated: 1 day ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।

0
Updated: 1 day ago
What kind of glow is described at noon in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 day ago
A
Purple glow
B
Golden glow
C
Red glow
D
White glow
Yeats লিখেছেন “and noon a purple glow”। এখানে দুপুরের রঙকে বেগুনি আভা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি প্রকৃতির রহস্যময়তা এবং আলোক-অন্ধকারের খেলা বোঝায়। Purple glow শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। Yeats প্রকৃতিকে কেবল বাইরের সৌন্দর্য নয়, বরং মানসিক ধ্যান ও আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে দেখেছেন।

0
Updated: 1 day ago
Who is primarily depicted as a hero in "Easter 1916"?
Created: 1 day ago
A
Aodhán
B
John MacBride
C
Patrick Pearse
D
Eamon de Valera
Yeats কবিতায় Patrick Pearse-কে একজন মহান মুক্তিযোদ্ধা হিসেবে চিত্রিত করেছেন। তিনি ছিলেন ইস্টার রাইজিং-এর নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি নিজের আত্মত্যাগের মাধ্যমে ইরিশ স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

0
Updated: 1 day ago