What universal theme does the poem “The Second Coming” explore?
A
Collapse of civilizations and rebirth of violence
B
Eternal joy of nature
C
Innocence of childhood
D
Growth of technology
উত্তরের বিবরণ
“The Second Coming” কবিতাটি কেবল একটি সময়ের নয়, বরং মানবসভ্যতার পতন ও পুনর্জন্মের ভয়ঙ্কর থিম। পুরনো সভ্যতা ধ্বংস হলে আবার নতুন কিন্তু হিংস্র যুগ জন্ম নেয়। এটি ইতিহাসের চক্র।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What is the significance of “a world of changing things” in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
It represents the inevitability of death
B
It symbolizes the political changes in Ireland
C
It signifies the eternal cycle of nature
D
It highlights the instability of human existence
Yeats এখানে “a world of changing things” দিয়ে পৃথিবীর অস্থিরতা এবং মানুষের জীবনের অনিশ্চয়তা প্রকাশ করেছেন। তিনি চান, তার কন্যা এই বিশ্বের পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে শান্তি এবং শক্তি বজায় রাখুক।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
What is the mood of the poem "Easter 1916"?
Created: 1 month ago
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।
 
                                    
                                
                                
                                
                                3
Updated: 1 month ago
What does the “golden bird” symbolize in "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
The eternal soul or the artist
B
Christ’s resurrection
C
Youth and vitality
D
The pleasures of the flesh
Yeats-এর “golden bird” চিত্রটি বোঝায় অমর আত্মা বা শিল্পী। সোনালী পাখি কখনো মরে না এবং এর গানের মাধ্যমে অমরত্বের ধারণা প্রকাশিত হয়। এটি Yeats-এর আত্মার অমরত্বের আকাঙ্ক্ষাকে প্রতীকিত করে, যেভাবে শিল্প বা সৃষ্টির শক্তি চিরস্থায়ী হয়।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago