What is the main literary genre of “The Second Coming”?
A
Modernist prophetic poem
B
Epic romance
C
Classical satire
D
Dramatic monologue
উত্তরের বিবরণ
কবিতাটি হলো একটি Modernist prophetic poem। Yeats বাইবেলীয় ভবিষ্যদ্বাণীর ভঙ্গি ব্যবহার করেছেন, কিন্তু এখানে শান্তির বদলে বিশৃঙ্খলার বার্তা আছে। এই prophetic Modernism কবিতাটিকে বিশেষ শক্তি দিয়েছে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which season’s imagery is most present in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Summer
B
Spring
C
Winter
D
Autumn
কবিতায় মৌমাছি, বীন রো এবং শান্ত দুপুরের আভা—এসব মিলিয়ে গ্রীষ্মকালীন পরিবেশ ফুটে উঠেছে। Summer এখানে উষ্ণতা ও প্রাচুর্যের প্রতীক। Yeats দেখাতে চেয়েছেন প্রকৃতির প্রাণশক্তি ও শান্তি একসাথে বিদ্যমান। গ্রীষ্মকাল প্রকৃতির পূর্ণ বিকাশকে চিত্রিত করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the poet’s attitude toward the physical body in "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
The body is a source of strength and vitality
B
The body is an obstacle to spiritual growth
C
The body should be celebrated
D
The body is a symbol of political power
Yeats "Sailing to Byzantium" কবিতায় শরীরকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় হিসেবে দেখছেন। তিনি মনে করেন, শরীর শারীরিক পৃথিবী ও তাত্ত্বিক আনন্দের প্রতি আকৃষ্ট করে, যা আত্মিক অমরত্বের পথে বাধা সৃষ্টি করে। কবি চাচ্ছেন শরীর থেকে মুক্ত হয়ে আত্মার অমরত্ব খুঁজে পেতে।
 
                                    
                                
                                
                                
                                3
Updated: 1 month ago
Yeats's symbol of Byzantium suggests-
Created: 2 weeks ago
A
Escape into mythical violence
B
Return of pastoral innocence
C
Perfection of art beyond time
D
The chaos of cyclical history
Yeats তাঁর “Sailing to Byzantium” কবিতায় Byzantium-কে এমন এক প্রতীকী জগৎ হিসেবে দেখিয়েছেন, যেখানে মানবজীবনের ক্ষয়, বার্ধক্য ও মৃত্যুর সীমা অতিক্রম করে শিল্প (art) চিরন্তন ও নিখুঁত রূপে বিরাজ করে। এই প্রতীকের মাধ্যমে কবি বাস্তব জীবনের অস্থায়িত্ব থেকে মুক্তি পেতে চান এক চিরস্থায়ী নান্দনিক জগতে।
- 
Byzantium এখানে একটি spiritual ও artistic world-এর প্রতীক, যেখানে সময়ের কোনো প্রভাব নেই। 
- 
এটি জীবনের decay ও sensual desire থেকে আত্মার মুক্তির ইঙ্গিত বহন করে। 
- 
কবির লক্ষ্য হলো মানব শরীরের পরিবর্তনশীলতা পেরিয়ে art-এর অমর রূপে আত্মাকে স্থাপন করা। 
- 
তাই Yeats-এর কাছে Byzantium মানে হলো “Perfection of art beyond time।” 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago