What broader theme does the poem “The Second Coming” represent about history?
A
Cyclical rise and fall
B
Linear progress
C
Eternal peace
D
Sudden stasis
উত্তরের বিবরণ
Yeats-এর gyre তত্ত্ব অনুযায়ী ইতিহাস চক্রাকারে ওঠানামা করে। এক সময় সভ্যতা গড়ে ওঠে, আবার ধ্বংস হয়। “The Second Coming”-এ এই ধারণা প্রতিফলিত হয়েছে—পুরনো সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, নতুন ভয়ঙ্কর যুগ আসছে।

0
Updated: 1 day ago
In W. B. Yeats’s poem “The Second Coming”, what is the beast’s journey compared to?
Created: 1 day ago
A
Slouching towards Bethlehem
B
Flying like falcon
C
Swimming in tide
D
Running like horse
“The Second Coming” কবিতায় দানবটি slouching করে Bethlehem-এর দিকে যাচ্ছে। এর মানে ধীরে কিন্তু অনিবার্য অগ্রসর হওয়া। এই প্রতীক ভয় বাড়ায়।

0
Updated: 1 day ago
In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what does Yeats wish for his daughter regarding her emotional well-being?
Created: 1 day ago
A
To never experience sadness
B
To feel the full range of human emotions
C
To be emotionally stable and resilient
D
To avoid experiencing love
Yeats তার কন্যার জন্য মনের শান্তি এবং আবেগের স্থিতিশীলতা চেয়েছেন। তিনি চান তার কন্যা বাইরের পৃথিবীর চাপ এবং অস্থিরতার মধ্যে নিজেকে ধৈর্যশীল এবং resilient হিসেবে গড়ে তুলুক।

0
Updated: 1 day ago
Where is Innisfree located?
Created: 1 day ago
A
In Lough Gill, County Sligo
B
In River Thames, London
C
In Lake District, England
D
In Dublin city
Innisfree হলো আয়ারল্যান্ডের Sligo অঞ্চলের Lough Gill লেকের একটি ছোট দ্বীপ। Yeats শৈশবে এই অঞ্চল ভ্রমণ করেছিলেন এবং দ্বীপটির প্রকৃতি তার মনে গভীর ছাপ ফেলে। পরে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে তিনি এই দ্বীপের কথা কল্পনা করেন। তাই Innisfree তার কাছে শান্তি, সরলতা ও প্রাকৃতিক জীবনের প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 1 day ago