What effect do the closing lines create?
A
A haunting sense of inevitable doom
B
Joyful resolution
C
Comic relief
D
Hopeful ending
উত্তরের বিবরণ
“The Second Coming” এর শেষ লাইন—“slouches towards Bethlehem to be born”—পাঠকের মনে আতঙ্ক সৃষ্টি করে। দানব জন্ম নিতে যাচ্ছে, এটি অনিবার্য। পাঠক বুঝতে পারে ভবিষ্যৎ ভয়ঙ্কর।

0
Updated: 1 day ago
'Easter 1916' is written by whom?
Created: 2 weeks ago
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
Who of the following writers was not a novelist?
Created: 1 month ago
A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
English
Irish writers in english
The Modern Period (1901-1939)
William Butler Yeats (1865-1939)
বিসিএস
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what does Yeats wish for his daughter regarding her emotional well-being?
Created: 1 day ago
A
To never experience sadness
B
To feel the full range of human emotions
C
To be emotionally stable and resilient
D
To avoid experiencing love
Yeats তার কন্যার জন্য মনের শান্তি এবং আবেগের স্থিতিশীলতা চেয়েছেন। তিনি চান তার কন্যা বাইরের পৃথিবীর চাপ এবং অস্থিরতার মধ্যে নিজেকে ধৈর্যশীল এবং resilient হিসেবে গড়ে তুলুক।

0
Updated: 1 day ago