What is the effect of contrasting “the best” and “the worst”?
A
It shows moral inversion in society
B
It praises good people
C
It condemns animals
D
It glorifies religion
উত্তরের বিবরণ
Yeats লিখেছেন ভালোরা নীরব, খারাপরা তীব্র আবেগে ভরা। এটি নৈতিকতার উল্টোচিত্র। সমাজে উল্টোটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অবক্ষয়ই নিয়ন্ত্রণ নিচ্ছে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
In W. B. Yeats’s poem “The Second Coming”, what is the beast’s journey compared to?
Created: 1 month ago
A
Slouching towards Bethlehem
B
Flying like falcon
C
Swimming in tide
D
Running like horse
“The Second Coming” কবিতায় দানবটি slouching করে Bethlehem-এর দিকে যাচ্ছে। এর মানে ধীরে কিন্তু অনিবার্য অগ্রসর হওয়া। এই প্রতীক ভয় বাড়ায়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who wrote The Second Coming?
Created: 1 month ago
A
Robert Frost
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
William Butler Yeats
The Second Coming
- 
লেখক: William Butler Yeats 
- 
ধরণ: Two-stanza blank verse poem 
- 
বিষয়: ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও সভ্যতার অনিশ্চয়তা 
William Butler Yeats
- 
Irish poet, playwright, writer 
- 
আধুনিক ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব 
- 
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত 
- 
জন্মভূমির প্রতি ভালোবাসা তার কবিতায় প্রতিফলিত 
- 
Ireland-এর National Poet 
- 
Nobel Prize in Literature: 1923 (প্রথম Irish) 
Notable Poems:
- 
No Second Troy 
- 
The Second Coming 
- 
A Prayer for My Daughter 
- 
The Tower, Easter 1916 
- 
September 1913 
- 
The Stolen Child 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Man Who Dreamed of Fairyland 
- 
An Irish Airman Foresees His Death 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What does the phrase “no country for old men” refer to in the poem Sailing to Byzantium?
Created: 1 month ago
A
The physical world’s rejection of the elderly
B
The political environment of Byzantium
C
The absence of old people in Byzantium
D
The conflict between the youth and the elderly
Yeats "Sailing to Byzantium" এই কবিতায় “no country for old men” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, শরীর এবং শারীরিক পৃথিবী বৃদ্ধদের জন্য উপযুক্ত নয়। যৌবন ও শারীরিক শক্তির প্রাধান্য দেয় এমন পৃথিবীতে, বৃদ্ধ বয়সে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। কবি চান, তিনি সেই পৃথিবী থেকে মুক্ত হয়ে অমরত্বের পথ খুঁজে যেতে।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago