What does “anarchy” mean in the poem “The Second Coming”?
A
Total collapse of law and order
B
Freedom of people
C
Natural calmness
D
Artistic creativity
উত্তরের বিবরণ
Yeats বলেছেন “mere anarchy is loosed”। এখানে অরাজকতা মানে হলো আইন-কানুন ও শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়া। যুদ্ধ ও হিংসায় পৃথিবী ভেসে যাচ্ছে।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
What is Yeats’s attitude toward the passage of time in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
He is indifferent to it
B
He is resigned to it
C
He views it as a destructive force
D
He welcomes it
Yeats কবিতায় সময়কে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখছেন, যা যৌবন, সৌন্দর্য এবং নৈতিকতা সবকিছুকে ক্ষয়িষ্ণু করে ফেলে। তিনি চান, তার কন্যা সময়ের এই ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the tone of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Meditative and longing
B
Satirical
C
Angry
D
Tragic
কবিতার টোন হলো ধ্যানমগ্ন ও আকাঙ্ক্ষামূলক। Yeats শহর ছেড়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। প্রতিটি লাইনে ধ্যান, নিস্তব্ধতা ও শান্তির প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What natural sound does the poet imagine at Innisfree?
Created: 1 month ago
A
The sound of the lake water lapping
B
The sound of wind in the forest
C
The sound of falling rain
D
The sound of flowing river
Yeats শহরের কোলাহলে দাঁড়িয়ে থেকেও শোনেন লেকের পানির ঢেউ তীরে লেগে ওঠার শব্দ। এটি প্রকৃতির শান্ত ও অবিরাম ছন্দের প্রতীক। এই শব্দ তার মনে শান্তি ও প্রশান্তি আনে, যা শহুরে ব্যস্ততা থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
এই ধ্বনি বাস্তবে তিনি লন্ডনে শুনছিলেন না, বরং তার কল্পনায় Innisfree-এর সঙ্গে একাত্ম হয়ে উঠছিলেন। কবির জন্য প্রকৃতি কেবল ভৌত অভিজ্ঞতা নয়, বরং গভীর আধ্যাত্মিক ডাক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago