What is the main literary genre of “The Second Coming”?
A
Modernist prophetic poem
B
Epic romance
C
Classical satire
D
Dramatic monologue
উত্তরের বিবরণ
কবিতাটি হলো একটি Modernist prophetic poem। Yeats বাইবেলীয় ভবিষ্যদ্বাণীর ভঙ্গি ব্যবহার করেছেন, কিন্তু এখানে শান্তির বদলে বিশৃঙ্খলার বার্তা আছে। এই prophetic Modernism কবিতাটিকে বিশেষ শক্তি দিয়েছে।

0
Updated: 1 day ago
The poem “Isle of Innisfree” is written by-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916

0
Updated: 1 month ago
What does “anarchy” mean in the poem “The Second Coming”?
Created: 1 day ago
A
Total collapse of law and order
B
Freedom of people
C
Natural calmness
D
Artistic creativity
Yeats বলেছেন “mere anarchy is loosed”। এখানে অরাজকতা মানে হলো আইন-কানুন ও শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়া। যুদ্ধ ও হিংসায় পৃথিবী ভেসে যাচ্ছে।

0
Updated: 1 day ago
In the poem "Sailing to Byzantium," why does the poet want to sail to Byzantium?
Created: 1 day ago
A
To explore its wealth
B
To experience its art and intellectual immortality
C
To witness its religious rituals
D
To live in political harmony
Yeats Byzantium-এ যেতে চান কারণ তিনি সেখানে শিল্প এবং বুদ্ধির অমরত্ব খুঁজতে চান। Byzantium ছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে শিল্প ও জ্ঞান চিরকালীন ছিল। কবি তার আত্মাকে তাতেই স্থান দিতে চান, যেন তিনি মরণের পরেও অমর হয়ে থাকেন।

0
Updated: 1 day ago