What theme connects “The Second Coming” with Modernism?
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
উত্তরের বিবরণ
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
What does the poet hope to find in the aftermath of the rebellion in "Easter 1916"?
Created: 1 month ago
A
Eternal peace
B
Political freedom for Ireland
C
A stable government
D
A meaningful transformation of the Irish people
Yeats কবিতায় ইরিশ জনগণের এক গভীর এবং অর্থপূর্ণ রূপান্তর আশা করছেন। বিদ্রোহের পর, যদিও কিছু ধ্বংস হয়েছিল, তিনি চেয়েছিলেন যে, জনগণের মনে একটি নতুন চেতনা এবং শক্তি আসবে, যা তাদের স্বাধীনতার জন্য সংগ্রামে ভূমিকা রাখবে।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
In which year was The Lake Isle of Innisfree first published?
Created: 1 month ago
A
1890
B
1889
C
1895
D
1901
কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1889 সালে National Observer পত্রিকায়। এ সময় Yeats তরুণ কবি ছিলেন এবং আয়ারল্যান্ডের প্রকৃতির প্রতি তার টান কাব্যে প্রতিফলিত হতে শুরু করে। 1889 সালটি গুরুত্বপূর্ণ কারণ এটি তার সাহিত্যজীবনের প্রাথমিক সময়ে লেখা হলেও তাকে ব্যাপক পরিচিতি দেয়।
পরবর্তীতে কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ The Rose (1893)-এও অন্তর্ভুক্ত হয়। এই সাল থেকে বোঝা যায় Yeats প্রকৃতি ও নিসর্গকে কেন্দ্র করে তার কবিসত্ত্বার বিকাশ শুরু করেছিলেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is Yeats’s attitude towards the Easter Rising in "Easter 1916"?
Created: 1 month ago
A
He fully supports it
B
He is indifferent to it
C
He is conflicted but respectful
D
He is openly critical of it
Yeats এই কবিতায় দ্বিধান্বিত এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের ফলে মানুষের আত্মত্যাগ এবং তাদের ক্ষমতার প্রতি সম্মান দেখালেও, তিনি সেই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিণতি নিয়ে কিছুটা বিরোধিতা করেন।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago