In W. B. Yeats’s poem “The Second Coming”, what is the beast’s journey compared to?
A
Slouching towards Bethlehem
B
Flying like falcon
C
Swimming in tide
D
Running like horse
উত্তরের বিবরণ
“The Second Coming” কবিতায় দানবটি slouching করে Bethlehem-এর দিকে যাচ্ছে। এর মানে ধীরে কিন্তু অনিবার্য অগ্রসর হওয়া। এই প্রতীক ভয় বাড়ায়।

0
Updated: 1 day ago
Who wrote the poem 'Sailing to Byzantium'?
Created: 6 days ago
A
Joseph Conrad
B
William Hazlitt
C
Robert Browning
D
William Butler Yeats
The poem Sailing to Byzantium was written by William Butler Yeats.
• Sailing to Byzantium
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
Yeats-এর দৃষ্টিতে, প্রাচীন Byzantium ছিল শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি।
-
এই কবিতাটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
• William Butler Yeats (1865-1939)
-
He was an Irish poet, dramatist, and prose writer.
-
তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
-
একজন কবি এবং নাট্যকার হিসাবে, তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছিল।
-
নিজের জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসা বিভিন্ন কবিতায় প্রকাশিত হয়েছে।
-
W. B. Yeats ছিলেন প্রথম আইরিশ ব্যক্তি যিনি Nobel Prize in Literature লাভ করেন।
-
১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
-
Abbey Theatre হচ্ছে Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society।
-
মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
• Major Poems
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and the Swan
• Notable Plays
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
• Prose
-
A Vision
-
Celtic Twilight (essay)
Sources:
-
Britannica
-
Poetry Foundation

0
Updated: 6 days ago
'Easter 1916' is written by whom?
Created: 2 weeks ago
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
What does Yeats wish for his daughter’s emotional state in "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
To be emotionally detached
B
To be joyful and carefree
C
To maintain balance and peace of mind
D
To be deeply passionate
Yeats তার কন্যার জন্য চান যে সে শান্তিপূর্ণ মনোভাব এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখুক। তিনি চেয়েছেন, তার কন্যা বাইরের বিশ্বের উত্তেজনা ও অস্থিরতা থেকে সুরক্ষিত থেকে নিজের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখুক।

0
Updated: 1 day ago