ঊনসত্তরের গণঅভ্যুত্থান কোন উপন্যাসের মূল উপজীব্য?
A
নূরলদীনের সারাজীবন
B
অলাতচক্র
C
আরেক ফাল্গুন
D
চিলেকোঠার সেপাই
উত্তরের বিবরণ
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি ঊনসত্তরের গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে লেখা একটি মহাকাব্যোচিত কাহিনী, যা বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেছেন। এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভিক পরিস্থিতি এবং ইতিবাচক রাজনৈতিক আন্দোলনের চিত্র ফুটে উঠেছে।
- 
উপন্যাসের প্রধান চরিত্র ওসমান, যিনি কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার জন্য গঠিত বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 
- 
অন্যান্য চরিত্র: আনোয়ার, আলাউদ্দিন, আলতাফ, হাড্ডি খিজির, রানু। 
আখতারুজ্জামান ইলিয়াস:
- 
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা। 
- 
রচিত মহাকাব্যোচিত উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। 
- 
রচিত ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। 
অন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
- 
‘অলাতচক্র’: আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, ১৯৮৫ সালে ‘নিপুণ’ পত্রিকায় প্রথম প্রকাশিত। এতে মুক্তিযুদ্ধ এবং বাইরের দেশগুলোর অংশগ্রহণের সমালোচনার দিক উঠে এসেছে। চরিত্রসমূহ: তায়েবা, জাহিদুল, দানিয়েল। 
- 
‘নূরলদীনের সারাজীবন’: সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য, ১৭৮৩ সালের রংপুরের কৃষক বিদ্রোহ ও সামন্তবাদের বিরুদ্ধে নূরলদীনের সংগ্রাম অবলম্বন করে লেখা। 
- 
‘আরেক ফাল্গুন’: জহির রায়হানের উপন্যাস, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পালনকে কেন্দ্র করে রচিত, ১৯৬৮ সালে প্রকাশিত। মূল বিষয়: আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, প্রেম ও প্রণয়। উল্লেখযোগ্য সংলাপ: “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
Created: 2 months ago
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
নাথসাহিত্য
- 
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য 
- 
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা 
- 
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয় 
- 
অন্যান্য কাহিনি ও গান: - 
রাজা মাণিকচন্দ্রের গান 
- 
ময়নামতীর গান 
- 
গোপীচন্দ্রের গান 
 
- 
- 
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা 
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
                                 "বাংলাদেশ" কবিতা কার লেখা?
                            
                            Created: 1 month ago
A
জসীম উদ্দীন
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
কাজী নজরুল ইসলাম
অমিয় চক্রবর্তী এবং ‘বাংলাদেশ’ কবিতা
- 
কবিতার রচয়িতা: অমিয় চক্রবর্তী 
- 
জন্ম: ১৯০১ সালের ১০ এপ্রিল, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ 
- 
মৃত্যু: ১৯৮৬ সালের ১২ জুন, শান্তিনিকেতন 
- 
পেশা ও অবদান: কবি, গবেষক, শিক্ষাবিদ; রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব 
- 
বিশেষত্ব: পঞ্চকবির মধ্যে একজন, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে ‘বাংলাদেশ’ কবিতা রচনা 
- 
সম্মাননা ও পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার, পদ্মভূষণ (১৯৭০) 
- 
প্রধান কাব্যগ্রন্থ: - 
খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
অনিঃশেষ 
 
- 
- 
গদ্য রচনা: - 
চলো যাই 
- 
সাম্প্রতিক 
- 
পুরবাসী 
- 
পথ অন্তহীন 
 
- 
- 
কবিতার বিষয়বস্তু: স্বাধীনতা ও জাতীয় চেতনার উজ্জীবিত প্রকাশ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘গায়ত্রী সন্ধ্যা’ কার রচনা?
Created: 1 week ago
A
রিজিয়া রহমান
B
দিলারা হাশেম
C
আকিমুন রহমান
D
সেলিনা হোসেন
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago