'বাড়ি' শব্দের 'ড়' কোন ধরনের ব্যঞ্জনধ্বনি?
A
দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি
B
দন্ত্য ব্যঞ্জনধ্বনি
C
তাড়িত ব্যঞ্জনধ্বনি
D
তালব্য ব্যঞ্জনধ্বনি
উত্তরের বিবরণ
তাড়িত, দন্তমূলীয়, দন্ত্য এবং তালব্য ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য উচ্চারণ পদ্ধতির ওপর দৃষ্টি দেওয়া হয়।
- 
তাড়িত ব্যঞ্জনধ্বনি 
 তাড়িত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ মূর্ধায় বা দন্তমূলের একটু উপরে একবার ছোঁয়ায় হয়।- 
উদাহরণ: বাড়ি, মূঢ় – ড়, ঢ় 
 
- 
- 
দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি 
 দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে।- 
উদাহরণ: নানা, রাত, লাল, সালাম – ন, র, ল, স 
 
- 
- 
দন্ত্য ব্যঞ্জনধ্বনি 
 দন্ত্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে লাগিয়ে বায়ুপথে বাধা সৃষ্টি করে।- 
উদাহরণ: তাল, থালা, দাদা, ধান – ত, থ, দ, ধ 
 
- 
- 
তালব্য ব্যঞ্জনধ্বনি 
 তালব্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে।- 
উদাহরণ: চাচা, ছাগল, জাল, ঝড়, শসা – চ, ছ, জ, ঝ, শ 
 
- 
এই ব্যঞ্জনধ্বনিগুলোর পার্থক্য মূলত উচ্চারণের স্থল এবং জিভের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘টপ্পা’ কী?
Created: 2 months ago
A
এক ধরনের গান
B
বাদ্যযন্ত্র
C
নাচের মুদ্রা
D
বিশেষ ধরনের খেলা
কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা -
- নানান দেশের নানান ভাষা 
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 2 months ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
- 
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার - 
স্বরবর্ণে কার আছে ১০টি 
- 
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ 
 
- 
- 
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা - 
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি 
 
- 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
ব্যাসবাক্যের প্রয়োজন হয় না কোন সমাসে?
Created: 2 weeks ago
A
প্রাদি সমাস
B
অলুক সমাস
C
দ্বন্দ্ব সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস এমন এক ধরনের সমাস যেখানে সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয় এবং তাদের দ্বারা আলাদা করে পূর্ণার্থ প্রকাশ করা যায় না। অর্থাৎ, এই সমাসে ব্যাসবাক্য (সমাসবিহীন রূপ) তৈরি করতে গেলে ‘অন্য’ বা ‘কেবল’ প্রভৃতি শব্দ যোগ করতে হয়।
সংজ্ঞা:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাসবাক্য হয় না, বরং অন্য পদের সহায়তায় পূর্ণার্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে।
উদাহরণ:
- 
অন্য গ্রাম = গ্রামান্তর 
- 
অন্য দেশ = দেশান্তর 
- 
কেবল দর্শন = দর্শনমাত্র 
- 
কেবল যাওয়া = যাওয়ামাত্র 
- 
কেবল বলা = বলামাত্র 
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- 
সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয়। 
- 
ব্যাসবাক্য তৈরি করতে গেলে ‘অন্য’, ‘কেবল’ ইত্যাদি শব্দ প্রয়োজন হয়। 
- 
এ ধরনের শব্দগুচ্ছ অর্থে সংক্ষিপ্ত হলেও ভাবের দিক থেকে সম্পূর্ণ। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago