What final vision closes the poem “The Second Coming”?
A
Rough beast slouching towards Bethlehem
B
Falcon in the sky
C
Blood-dimmed tide
D
Ceremony of innocence
উত্তরের বিবরণ
কবিতার শেষ চিত্র হলো—দানব Bethlehem-এর দিকে যাচ্ছে জন্ম নিতে। এটি শেষবার্তা দেয়, ভয়ঙ্কর নতুন যুগ অনিবার্যভাবে আসছে। শান্তির জায়গা হয়ে উঠছে ধ্বংসের জন্মভূমি।

0
Updated: 1 day ago
What does the phrase “no country for old men” refer to in the poem Sailing to Byzantium?
Created: 1 day ago
A
The physical world’s rejection of the elderly
B
The political environment of Byzantium
C
The absence of old people in Byzantium
D
The conflict between the youth and the elderly
Yeats "Sailing to Byzantium" এই কবিতায় “no country for old men” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, শরীর এবং শারীরিক পৃথিবী বৃদ্ধদের জন্য উপযুক্ত নয়। যৌবন ও শারীরিক শক্তির প্রাধান্য দেয় এমন পৃথিবীতে, বৃদ্ধ বয়সে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। কবি চান, তিনি সেই পৃথিবী থেকে মুক্ত হয়ে অমরত্বের পথ খুঁজে যেতে।

0
Updated: 1 day ago
What does the poet long to escape from by going to Innisfree?
Created: 1 day ago
A
The busy city life
B
Family duties
C
Political responsibilities
D
Academic life
কবি Innisfree-তে যেতে চান শহরের ব্যস্ততা, কোলাহল ও কংক্রিটের জীবন থেকে পালাতে। শহরের ধূসর ফুটপাথের মাঝে দাঁড়িয়ে তিনি প্রকৃতির শান্তি কল্পনা করেন।
তার মনে হয় শহর মানুষকে যান্ত্রিক করে তোলে, কিন্তু Innisfree হলো নিস্তব্ধতার প্রতীক। তাই তিনি প্রকৃতির কোলে ফিরে যেতে চান।

0
Updated: 1 day ago
Who is primarily depicted as a hero in "Easter 1916"?
Created: 1 day ago
A
Aodhán
B
John MacBride
C
Patrick Pearse
D
Eamon de Valera
Yeats কবিতায় Patrick Pearse-কে একজন মহান মুক্তিযোদ্ধা হিসেবে চিত্রিত করেছেন। তিনি ছিলেন ইস্টার রাইজিং-এর নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি নিজের আত্মত্যাগের মাধ্যমে ইরিশ স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

0
Updated: 1 day ago