কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার কারণে কারারুদ্ধ হন?
A
বিদ্রোহী
B
ধূমকেতু
C
আনন্দময়ীর আগমনে
D
প্রলোয়াল্লাস
উত্তরের বিবরণ
‘আনন্দময়ীর আগমনে’ কবিতার কারণে কাজী নজরুল ইসলামের উপর কারাদণ্ড আরোপিত হয়েছিল। কবিতাটি ধূমকেতু পত্রিকার ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ নভেম্বর গ্রেফতার হন। এই কবিতা তাঁর "দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত।
- 
কাজী নজরুল ইসলাম - 
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। 
- 
ডাক নাম: দুখু মিয়া, ত্যাড়া ক্ষ্যাপা, নজর আলি, নুরু, ব্যাঙাচি। 
- 
পরিচিতি: বাংলা সাহিত্যের ইতিহাসে ‘বিদ্রোহী কবি’, মুক্তক ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত। 
- 
মৃত্যু: ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (২৯ আগস্ট ১৯৭৬)। 
 
- 
- 
কাব্যগ্রন্থসমূহ 
 কাজী নজরুল ইসলামের মোট কাব্যগ্রন্থ ২২টি। প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:- 
অগ্নি-বীণা 
- 
বিষের বাঁশি 
- 
ভাঙার গান 
- 
সাম্যবাদী 
- 
সর্বহারা 
- 
ফণি-মণসা 
- 
জিঞ্জির 
- 
সন্ধ্যা 
- 
প্রলয়শিখা 
- 
সিন্দু-হিন্দোল 
- 
বিদ্রোহী 
- 
প্রলোয়াল্লাস 
- 
ধূমকেতু 
 
- 
এছাড়াও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কাব্যপ্রবৃত্তি বাংলা সাহিত্যে বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
সংগীত বিষয়ক গ্রন্থ 'বনগীতি' রচনা করেন কে?
Created: 2 months ago
A
কায়কোবাদ
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
- 
চোখের চাতক 
- 
নজরুল গীতিকা 
- 
সুর সাকী 
- 
বনগীতি 
- 
অন্যান্য গ্রন্থ 
কাজী নজরুল ইসলাম
- 
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। 
- 
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। 
- 
বাল্যকালে ডাকনাম: ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’, ‘দুখু মিয়া’। 
- 
বাল্যকালেই লেটোগানের দলে যোগদান; লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন। 
- 
অন্যান্য ছদ্মনাম: ধূমকেতু, নুরু। 
- 
বাংলা সাহিত্যে পরিচিত: ‘বিদ্রোহী কবি’। 
- 
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত: ‘বুলবুল’। 
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; কবি নজরুল জীবনী
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?' প্রবন্ধের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
আল মাহমুদ
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
বুদ্ধদেব বসু
‘মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?’ কাজী নজরুল ইসলাম রচিত একটি শক্তিশালী প্রবন্ধ, যা তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ ‘যুগবাণী’-এর অন্তর্ভুক্ত। এই প্রবন্ধে কবি সমকালীন রাজনৈতিক অবস্থা, মুসলিম সমাজের বিভক্তি এবং ব্রিটিশ উপনিবেশবাদের নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ করেছেন। নজরুল এখানে মানবিকতার দৃষ্টিকোণ থেকে ‘মুহাজিরিন’ হত্যার নিন্দা জানিয়ে সমাজে ন্যায় ও ঐক্যের বার্তা দিয়েছেন।
‘যুগবাণী’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দে। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর বিপ্লবাত্মক রাজনৈতিক বক্তব্যের কারণে ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
গ্রন্থের প্রবন্ধগুলোয় প্রতিফলিত হয়েছে স্বদেশি চেতনা, জাতীয় জাগরণ এবং ব্রিটিশ বিরোধী মনোভাব। নজরুল এই প্রবন্ধগুলোর মাধ্যমে সমাজে অন্যায়, দাসত্ব ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানুষের বিবেক জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন।
‘যুগবাণী’ গ্রন্থে মোট ২১টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে। সেগুলো হলো —
- 
নবযুগ 
- 
গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ 
- 
ডায়ারের স্মৃতিস্তম্ভ 
- 
ধর্মঘট 
- 
লোকমান্য তিলকের মৃত্যুতে বেদনাতুর কলিকাতার দৃশ্য 
- 
মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে? 
- 
ছুঁৎমার্গ 
- 
উপেক্ষিত শক্তির উদ্বোধন 
- 
মুখবন্ধ 
- 
রোজ-কেয়ামত বা প্রলয়-দিন 
- 
বাঙালির ব্যবসাদারী 
- 
আমাদের শক্তি স্থায়ী হয় না কেন 
- 
কালা আদমীকে গুলি মারা 
- 
শ্যাম রাখি না কুল রাখি 
- 
লাট-প্রেমিক আলী ইমাম 
- 
ভাব ও কাজ 
- 
জাতীয় শিক্ষা 
- 
জাতীয় বিশ্ববিদ্যালয় 
- 
জাগরণী 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
যোগাযোগ
B
বাঁধন-হারা
C
ছিন্নপত্র
D
প্রিয়তমাসু
‘বাঁধন-হারা’ হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, রচিত কাজী নজরুল ইসলামের দ্বারা।
উপন্যাস সম্পর্কে তথ্য:
- 
রচনার সাল: ১৯২৭ 
- 
প্রথম পত্রোপন্যাস হিসেবে পরিচিত 
- 
উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে 
- 
রচনা শুরু হয় কাজী নজরুল ইসলামের করাচী অবস্থানের সময় 
- 
ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘মোসলেম ভারত’ পত্রিকায় 
- 
নায়ক: নুরুল হুদা 
- 
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ 
অন্য সাহিত্যকর্ম:
- 
‘বীরাঙ্গনা কাব্য’: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য 
- 
‘ছিন্নপত্র’: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন 
- 
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: যোগাযোগ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago