A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
চিহ্ন
উত্তরের বিবরণ
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।
অন্যদিকে,
• বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
• ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
• বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago