প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি তৈরি করার সময় কোন পরিবর্তনগুলো ঘটতে পারে?
A
উক্তি চিহ্নের সংখ্যা পরিবর্তন
B
ক্রিয়ার কাল ও স্থান পরিবর্তন
C
বক্তব্যকারীর নাম পরিবর্তন
D
ক্রিয়ার রূপ অপরিবর্তিত থাকে
উত্তরের বিবরণ
উক্তি হলো বক্তার কথাকে উপস্থাপনের একটি নির্দিষ্ট ধরন। উক্তি প্রধানত দুই ধরনের হয়: প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি।
-
প্রত্যক্ষ উক্তি
-
এটি সেই উক্তি যেখানে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়।
-
লেখার সময় উদ্ধৃতি চিহ্ন (" ") ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
ছেলেটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।"
-
রফিক হেসে বললো, "আমি আপনাকে লক্ষ্য করিনি।"
-
কালো চুলের মানুষটি বলল, "দশ পর্যন্ত গুনতে পারি। যোগ কী আমার ধারণা আছে। কিন্তু বিয়োগ করতে পারি না।"
-
-
-
পরোক্ষ উক্তি
-
এটি সেই উক্তি যেখানে বক্তার কথা অন্যের মাধ্যমে বর্ণিত হয়।
-
উদাহরণ:
-
ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।
-
-
-
প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে রূপান্তর
-
রূপান্তরের সময় কালবাচক ও স্থানবাচক শব্দ পরিবর্তন করতে হয়।
-
উদাহরণ:
-
প্রত্যক্ষ উক্তি: লোকটি বললেন, "আমি আগামীকাল এখানে আবার আসব।"
-
পরোক্ষ উক্তি: লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
-
-
0
Updated: 1 month ago
'শর্মিষ্ঠা' নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
Created: 1 month ago
A
বেন জনসন
B
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C
লর্ড বাইরন
D
কোনোটিই নয়
‘শর্মিষ্ঠা’ নাটক
‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
রাজাদের অর্থানুকূল্যে নাটকটি ১৮৫৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
পাশ্চাত্য রীতিতে বাংলা নাটক রচনার প্রথম সফলতা এই নাটকের মাধ্যমে দেখা যায়।
মধুসূদন পরবর্তীতে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
নাটকের কাহিনি পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ
শর্মিষ্ঠা
পদ্মাবতী
কৃষ্ণকুমারী
0
Updated: 1 month ago
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চেলসি
B
পিএসজি
C
রিয়াল মাদ্রিদ
D
বায়ার্ন মিউনিখ
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ – সংক্ষিপ্ত তথ্য
-
আসরের সংখ্যা: ২১তম
-
তারিখ: জুন–জুলাই, ২০২৫
-
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী ক্লাব: ৩২টি
-
ফাইনাল ম্যাচ: ১৩ জুলাই, ২০২৫, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি
-
চ্যাম্পিয়ন: চেলসি (ইংল্যান্ড)
-
রানারআপ: পিএসজি (Paris Saint-Germain)
-
ফাইনাল ফলাফল: চেলসি ৩–০ পিএসজি
-
ফাইনালের সেরা খেলোয়াড়: কোল পামার (চেলসি)
-
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): কোল পামার (চেলসি)
-
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): গঞ্জালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ) – ৪ গোল
-
সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভ): রবার্ট সানচেজ (চেলসি)
0
Updated: 2 months ago
ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 2 months ago
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
জয়দেব
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যধারা হলো বৈষ্ণব পদাবলি। এ ধারার মূল বিষয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা। এখানে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার আটটি ভিন্ন ভিন্ন অবস্থা চিত্রিত হয়েছে।
পদাবলির প্রধান কবি ও সূচনা:
-
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব সর্বাধিক পরিচিত।
-
তাঁর রচিত গীতগোবিন্দম্ কাব্য রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে আদি বৈষ্ণব পদাবলির অন্যতম নিদর্শন। যদিও এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
0
Updated: 2 months ago