সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ইংরেজি উপন্যাস কোনটি?
A
দি ফিউচার এশিয়া
B
দি মুন নাইট
C
দি নেকেড ট্রুথ
D
দি আগলি এশিয়ান
উত্তরের বিবরণ
‘The Ugly Asian’ (দি আগলি এশিয়ান) — সৈয়দ ওয়ালীউল্লাহ
-
শিরোনাম: The Ugly Asian বা বাংলা অনুবাদে কদর্য এশীয়
-
প্রকৃতি: মৌলিক ইংরেজি উপন্যাস
-
প্রধান বিষয়: রাজনৈতিক উপন্যাস, মূলত তৃতীয় বিশ্বের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উৎকণ্ঠা প্রকাশ।
-
বিশেষ লক্ষণ: যদিও গল্পটি কল্পিত এশিয়ার দেশের কথা বলে, বাস্তবে পাঠকরা এটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১)
-
জন্মস্থান ও তারিখ: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ বাড়ি
-
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ (সরকারি কর্মকর্তা)
-
বৈবাহিক জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহ; মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসিতে অনুবাদ করেন এবং পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয়
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian / কদর্য এশীয়
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
উল্লেখযোগ্য মন্তব্য:
-
The Ugly Asian কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, বরং সমগ্র তৃতীয় বিশ্বের রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ এখানে একজন নতুন মাত্রার শিল্পী হিসেবে প্রকাশ পেয়েছেন।
0
Updated: 1 month ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 2 months ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।
0
Updated: 2 months ago
'মহাপতঙ্গ' আবু ইসহাক রচিত কোগল্পগ্রন্থন ধরনের সাহিত্য রচনা?
Created: 1 month ago
A
গল্পগ্রন্থ
B
প্রবন্ধগ্রন্থ
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'মহাপতঙ্গ' গল্পগ্রন্থ আবু ইসহাক রচিত একটি গুরুত্বপূর্ণ ছোট গল্পসংকলন। এই গ্রন্থের "The Dragonfly" (মহাপতঙ্গ) গল্পের উপর ভিত্তি করে রচিত চিত্রনাট্য সুইজারল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে।
-
গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গল্পগুলো:
-
বিস্ফোরণ
-
খুতি
-
আবর্ত
-
বংশধর
-
কনট্রাস্ট
-
জোঁক
-
বর্ণচোর
-
প্রতিবিম্ব
-
সাবীল
-
উত্তরণ
-
মহাপতঙ্গ
-
আবু ইসহাক:
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক এবং অভিধান-প্রণেতা।
-
জন্ম: ১৯২৬ সালের ১ নভেম্বর, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে।
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'নবযুগ' পত্রিকায় তার গল্প "অভিশাপ" প্রকাশিত হয়।
-
তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খন্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধি বৃদ্ধি করেছেন।
-
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পদক লাভ করেছেন, যেমন:
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩)
-
সুন্দরবন সাহিত্য পদক (১৯৮১)
-
বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক (১৯৯০)
-
একুশে পদক (১৯৯৭)
-
স্বাধীনতা পদক (মনণোত্তর, ২০০৪)
-
শিশু একাডেমি পদক (মরণোত্তর, ২০০৬)
-
রচিত উপন্যাস:
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
রচিত গল্পগ্রন্থ:
-
হারেম
-
মহাপতঙ্গ
0
Updated: 1 month ago
আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো’ — এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে?
Created: 2 months ago
A
প্রেমের প্রসঙ্গ
B
রাজনৈতিক নির্বাচন নিয়ে
C
উৎসব উদ্যাপন নিয়ে
D
ভাষা দিবসে পুলিশের দমন-পীড়নের প্রতিক্রিয়ায়
‘আরেক ফাল্গুন’
-
রচয়িতা: জহির রায়হান
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: ভাষা আন্দোলন; ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা
-
উল্লেখযোগ্য চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, ফেনি জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক
-
প্রথম পরিচালিত চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
সৃষ্ট সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
প্রাপ্তি: 'কাঁচের দেয়াল' শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
0
Updated: 2 months ago