মনের ভাব প্রকাশে কোনটি সবচেয়ে কার্যকর মাধ্যম?
A
লিপি
B
সংকেত
C
চিত্র
D
ভাষা
উত্তরের বিবরণ
• মনের ভাব প্রকাশের প্রধান বাহন - 'ভাষা'।
• 'ভাষার সংজ্ঞা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
- মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।
0
Updated: 1 month ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 1 month ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
| ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
|---|---|
| Concealment | গোপন |
| Concurrently | সমযোগে |
| Conference | সম্মেলন |
| Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি
0
Updated: 1 month ago
সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
Created: 1 month ago
A
রাজা মনি মোহন রায়
B
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
অক্ষয় কুমার দত্ত
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলার আদি গদ্যরূপকে তিনি ‘সাধুভাষা’ নামে আখ্যায়িত করেছিলেন। এই সাধুভাষা পরবর্তীকালে দীর্ঘদিন বাংলার গদ্যের প্রধান রূপ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
Created: 1 month ago
A
ক্রিয়া বিশেষণ
B
শব্দজোড়
C
কারক বিশ্লেষণ
D
যতিচিহ্ন
বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব হলো এমন একটি অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এতে শব্দার্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা এবং অর্থগত ব্যঞ্জনা অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বাক্যতত্ত্ব ও রূপতত্ত্বে ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হয়।
-
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: যতিচিহ্ন, কারক বিশ্লেষণ
-
রূপতত্ত্বের আলোচ্য বিষয়: ক্রিয়া বিশেষণ
উৎস:
0
Updated: 1 month ago