A
দি ফিউচার এশিয়া
B
দি মুন নাইট
C
দি নেকেড ট্রুথ
D
দি আগলি এশিয়ান
উত্তরের বিবরণ
‘The Ugly Asian’ (দি আগলি এশিয়ান) — সৈয়দ ওয়ালীউল্লাহ
-
শিরোনাম: The Ugly Asian বা বাংলা অনুবাদে কদর্য এশীয়
-
প্রকৃতি: মৌলিক ইংরেজি উপন্যাস
-
প্রধান বিষয়: রাজনৈতিক উপন্যাস, মূলত তৃতীয় বিশ্বের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উৎকণ্ঠা প্রকাশ।
-
বিশেষ লক্ষণ: যদিও গল্পটি কল্পিত এশিয়ার দেশের কথা বলে, বাস্তবে পাঠকরা এটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১)
-
জন্মস্থান ও তারিখ: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ বাড়ি
-
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ (সরকারি কর্মকর্তা)
-
বৈবাহিক জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহ; মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসিতে অনুবাদ করেন এবং পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয়
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian / কদর্য এশীয়
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
উল্লেখযোগ্য মন্তব্য:
-
The Ugly Asian কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, বরং সমগ্র তৃতীয় বিশ্বের রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ এখানে একজন নতুন মাত্রার শিল্পী হিসেবে প্রকাশ পেয়েছেন।

0
Updated: 7 hours ago
'হেক্টরবধ' কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
Created: 3 weeks ago
A
দান্তের ডিভাইন কমেডি
B
ভার্জিনের ইনিদ
C
হোমারের ওডিসি
D
হোমারের ইলিয়াড
হেক্টরবধ
-
হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মধুসূদন রচনা শুরু: ১৮৬৭
-
প্রকাশিত: ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর (অসমাপ্ত)
-
বাংলা অনুবাদ হিসেবে হোমারের প্রথম প্রচেষ্টা।
-
উৎসর্গ: ভূদেব মুখোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম

0
Updated: 3 weeks ago
সুফিয়া কামালের গল্পগ্রন্থ কোনটি?
Created: 8 hours ago
A
অভিযাত্রিক
B
কেয়ার কাঁটা
C
সাঁঝের মায়া
D
উদাত্ত পৃথিবী
কেয়ার কাঁটা সুফিয়া কামালের একটি গল্পগ্রন্থ।
সুফিয়া কামাল:
- সুফিয়া কামাল, যাঁকে 'জননী সাহসিকা' নামে খ্যাতি প্রাপ্ত, মূলত একজন কবি ছিলেন।
- তিনি বাংলাদেশের একজন কীর্তিসম্পন্ন কবি, লেখিকা এবং নারী আন্দোলনের পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লায়।
- সুফিয়া কামাল ১৯৪৭ সালে প্রকাশিত 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর প্রথম গল্প 'সৈনিক বধূ' ১৯২৩ সালে রচিত এবং বরিশালের 'তরুণ' পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল।
গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।

0
Updated: 8 hours ago
নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের গ্রন্থ নয়?
Created: 7 hours ago
A
পূর্বাভাস
B
ঘুম নেই
C
গীতিগুচ্ছ
D
জননী
জননী সুকান্ত ভট্টাচার্যের গ্রন্থ নয়। এটি শওকত ওসমানের একটি উপন্যাস।
সুকান্ত ভট্টাচার্য:
- সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তাঁর কাব্যে বিশ্বের মানুষ এবং শোষিত মানুষের জীবনযাত্রা, যন্ত্রণা, বিক্ষোভ এবং বিদ্রোহের অনুভূতি ফুটে উঠেছে।
- তিনি মাত্র ২০ বছর ৯ মাস বয়সে, ১৩ মে ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- ছাড়পত্র,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- ঘুম নেই,
- হরতাল,
- গীতিগুচ্ছ।

0
Updated: 7 hours ago