জহির রায়হানের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
A
সঙ্গম
B
বাহানা
C
জীবন থেকে নেয়া
D
কাঁচের দেয়াল
উত্তরের বিবরণ
জহির রায়হান এবং তার চলচ্চিত্রকর্ম
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
জন্ম ও পরিচিতি:
-
জন্ম: ১৯৩৫, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
-
গল্পগ্রন্থ:
-
উল্লেখযোগ্য: সূর্যগ্রহণ
চলচ্চিত্র পরিচালনা:
-
প্রথম পরিচালিত রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা
-
কাঁচের দেয়াল: নিগার পুরস্কার অর্জিত শ্রেষ্ঠ চলচ্চিত্র
উপন্যাসসমূহ ও স্বীকৃতি:
-
উপন্যাস: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু
-
পুরস্কার: আদমজি সাহিত্য পুরস্কার (উপন্যাসের জন্য)
উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া, কখনও আসেনি, Stop Genocide, সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, বাহানা
-
বিশেষত্ব: জহির রায়হান বাংলা চলচ্চিত্রে নতুনত্ব এবং সামাজিক বাস্তবতা চিত্রায়নে বিশেষ অবদান রেখেছেন।
0
Updated: 1 month ago
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
B
নিরঞ্জনের পৃথিবী
C
তোমাকে অভিবাদন প্রিয়তমা
D
চৈত্রের ভালোবাসা
• শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার।
- তোমাকে অভিবাদন প্রিয়তমা।
- কোথাও কোন ক্রন্দন নেই।
- আমার চুম্বনগুলো পৌছে দাও।
অন্যদিকে,
• নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- নিরঞ্জনের পৃথিবী,
0
Updated: 1 month ago
কোনটি জহির রায়হান রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
সোনার কাজল
B
শেষ বিকেলের মেয়ে
C
জীবন থেকে নেয়া
D
সূর্যগ্রহণ
‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০) জহির রায়হানের প্রথম প্রকাশিত উপন্যাস, যা ধারাবাহিকভাবে ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
-
‘জীবন থেকে নেয়া’ (১৯৭০): ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র, যেখানে প্রথমবার জাতীয় সংগীত বাজানো হয়।
-
‘সোনার কাজল’ (১৯৬২): জহির রায়হানের চলচ্চিত্র।
-
‘সূর্যগ্রহণ’ (১৯৫৫): জহির রায়হানের গল্পগ্রন্থ।
জহির রায়হানের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
‘হাজার বছর ধরে’ (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ প্রতিপাদ্য। ১৯৬৪ সালে ‘আদমজী সাহিত্য পুরস্কার’ লাভ করেন। উপন্যাস অবলম্বনে স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা চলচ্চিত্র নির্মাণ করেন, যা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতে। চরিত্র: টুনি, মন্তু, মকবুল।
-
‘আরেক ফাল্গুন’ (১৯৬৮): ১৯৪৮–৫২ সালের আন্দোলন, ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ, জনতার সম্মিলন ও প্রেম-প্রণয় ভিত্তিক ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস।
-
‘আর কত দিন’ (১৯৭০): মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের সম্ভাবনা, লাঞ্ছিত মানবতার আর্তি, শান্তি ও ভালোবাসার জন্য মানুষের অন্বেষা। চরিত্র ইভা ও তপু শান্তি ও ভালোবাসার প্রতীক।
-
‘তৃষ্ণা’ (১৯৬২)
-
‘বরফ গলা নদী’ (১৯৬৯)
-
‘কয়েকটি মৃত্যু’ (১৯৬৫)
0
Updated: 1 month ago
আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিলো?
Created: 1 month ago
A
পূর্বাশা
B
কল্লোল
C
প্রগতি
D
হিতকরী
‘কল্লোল’ পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৩ খ্রিষ্টাব্দ থেকে কলকাতা থেকে মাসিক প্রকাশিত।
-
সম্পাদক: দীনেশরঞ্জন দাস।
-
বৈশিষ্ট্য: আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র; রবীন্দ্র-রোমান্টিক ধারার বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা।
-
স্থায়িত্ব: সাত বছর।
-
অন্যান্য সম্পাদক: অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র ইত্যাদি।
অন্য পত্রিকাসমূহের তুলনায়:
-
‘পূর্বাশা’ – সম্পাদক: সঞ্জয় ভট্টাচার্য; কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত।
-
‘প্রগতি’ – ১৯২৭ সালে ঢাকা থেকে প্রকাশিত; সম্পাদক: বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
-
‘হিতকরী’ – ১৮৯০ সালে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে প্রকাশিত; সম্পাদক: মীর মশাররফ হোসেন, পরে মোসলেম উদ্দীন খান।
0
Updated: 1 month ago