কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা নয় কোনটি?
A
প্রলয়োল্লাস
B
বিদ্রোহী
C
আনোয়ার
D
চন্দ্রবিন্দু
উত্তরের বিবরণ
চন্দ্রবিন্দু কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা নয়।
- এটি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ একটি গ্রন্থ।
অগ্নিবীণা:
- ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।
- এই গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছেন।
অগ্নিবীণা কাব্যের কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা),
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মোহররম।
0
Updated: 1 month ago
'মহাজন' নামে পরিচিত ছিলেন কোন কাব্যধারার পদকর্তারা?
Created: 1 month ago
A
শ্রীকৃষ্ণকীর্তন
B
মঙ্গলকাব্য
C
চর্যাপদ
D
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগে রচিত এক গুরুত্বপূর্ণ কাব্যধারা, যা বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে গড়ে উঠেছে। এটি বাংলা সাহিত্যের অন্যতম গৌরবময় সৃষ্টি।
-
বৈষ্ণব সাহিত্য মূলত বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রচিত।
-
রাধা-কৃষ্ণের প্রেমলীলা এই সাহিত্যধারার মূল উপজীব্য।
-
জয়দেবের গীতগোবিন্দম্ (১২শ শতকে সংস্কৃতে রচিত) এ ধারার প্রথম কাব্য হিসেবে বিবেচিত।
-
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য।
-
পদাবলি সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য হিসেবে কাজ করে। বৈষ্ণব সমাজে মহাজন পদাবলি রচয়িতা ও পদকর্তাদের মহাজন নামে পরিচিত।
-
বৈষ্ণব মতে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান এবং এটি রাধা-কৃষ্ণের প্রেমলীলার মাধ্যমে উপলব্ধি করা হয়।
-
বাংলাদেশে শ্রীচৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে বৈষ্ণব পদাবলি ব্যাপকভাবে বিকশিত হয়।
-
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সর্বাধিক সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য তিন প্রকার:
১. জীবনীকাব্য
২. বৈষ্ণব শাস্ত্র
৩. বৈষ্ণব পদাবলি
0
Updated: 1 month ago
‘ভুখা’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 1 month ago
‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
Created: 2 months ago
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
নাথসাহিত্য
-
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য
-
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা
-
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়
-
অন্যান্য কাহিনি ও গান:
-
রাজা মাণিকচন্দ্রের গান
-
ময়নামতীর গান
-
গোপীচন্দ্রের গান
-
-
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago