A
লিপি
B
সংকেত
C
চিত্র
D
ভাষা
উত্তরের বিবরণ
• মনের ভাব প্রকাশের প্রধান বাহন - 'ভাষা'।
• 'ভাষার সংজ্ঞা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
- মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।

0
Updated: 7 hours ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 11 hours ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

0
Updated: 11 hours ago
"প্রেমাংশুর রক্ত চাই" কোন সাহিত্যিকের রচনা?
Created: 8 hours ago
A
শওকত ওসমান
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রেমাংশুর রক্ত চাই ও নির্মলেন্দু গুণ
-
প্রেমাংশুর রক্ত চাই হলো নির্মলেন্দু গুণের রচিত একটি কাব্যগ্রন্থ।
-
নির্মলেন্দু গুণ
-
তিনি বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
-
জন্ম: ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
ডাকনাম: রতন।
-
পাঠকসমাজে তাঁকে প্রায়ই “বাংলাদেশের কবিদের কবি” বলা হয়।
-
কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
-
কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।
-
-
কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবি
-
চাষাভূষার কাব্য
-
মুজিব লেলিন ইন্দিরা
-
নিশিকাব্য
-
-
অনুবাদকবিতা
-
রক্ত আর ফুলগুলি
-
তোহু
-
রাজনৈতিক কবিতা
-
-
ছোটগল্প
-
অন্তর্জাল
-
আপনদলের মানুষ
-

0
Updated: 8 hours ago
’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 12 hours ago
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।

0
Updated: 12 hours ago