হুমায়ূন আহমেদের “অনিল বাগচীর একদিন” কিসের পটভূমিতে রচিত?
A
মুক্তিযুদ্ধ
B
সামাজিক সমস্যা
C
গ্রামীণ জীবন
D
সায়েন্স ফিকশন
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ এবং “অনিল বাগচীর একদিন”
-
কবিতা/উপন্যাসের পটভূমি: মুক্তিযুদ্ধ
-
লেখক: হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
-
জন্মস্থান: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মাতামহের বাড়ি
-
পেশা ও অবদান: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
প্রাথমিক সাহিত্যকর্ম: ‘নন্দিত নরকে’ (১৯৭২), নাতিদীর্ঘ উপন্যাস যা পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগায়
মুক্তিযুদ্ধ ভিত্তিক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
উপন্যাসসমূহ:
-
নন্দিত নরকে
-
শঙ্খনীল কারাগার
-
আগুনের পরশমণি
-
কে কথা কয়
-
জোছনা ও জননীর গল্প
-
বিশেষত্ব: “অনিল বাগচীর একদিন” উপন্যাসে মুক্তিযুদ্ধের পটভূমিতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও মানসিক প্রতিকূলতার চিত্রায়ন করা হয়েছে।
0
Updated: 1 month ago
'বঙ্গভাষা' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 2 months ago
A
চতুর্দশপদী কবিতাবলী
B
বীরাঙ্গনা কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
তিলোত্তমাসম্ভব কাব্য
‘বঙ্গভাষা’ কবিতা
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম সনেট
-
বিষয়বস্তু: মাতৃভাষার প্রতি গভীর হৃদয়াবেগ, বাংলা ভাষা ও সাহিত্যের সম্ভাবনা ও ঐশ্বর্য, কবির মার্জিত ও পরিশীলিত বর্ণনায়
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
0
Updated: 2 months ago
'বিদ্যাসুন্দর' কাব্যের রচয়িতা কে?
Created: 2 months ago
A
আবদুল হাকিম
B
সাবিরিদ খান
C
দৌলত কাজী
D
মুহম্মদ কবীর
বিদ্যাসুন্দর
-
বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা সাবিরিদ খান, যিনি মধ্যযুগের বাংলা কবি।
-
কাহিনি রচনায় তিনি প্রচলিত লোককাহিনি অবলম্বন করেছেন।
-
বিদ্যাসুন্দরের কাহিনি কালিকামঙ্গল ধারার অন্তর্গত।
সাবিরিদ খানের আখ্যানমূলক কাব্যসমূহ:
-
বিদ্যাসুন্দর
-
রসুল বিজয়
-
হানিফা-কয়রাপরী
0
Updated: 2 months ago
"চৌকা > চৌকো" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 1 month ago
A
প্রগত স্বরসঙ্গতি
B
পরাগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যথা-
• প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- চৌকা > চৌকো;
- তুলা > তুলো।
• পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।
• মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি।
• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।
0
Updated: 1 month ago