হুমায়ূন আহমেদের “অনিল বাগচীর একদিন” কিসের পটভূমিতে রচিত?
A
মুক্তিযুদ্ধ
B
সামাজিক সমস্যা
C
গ্রামীণ জীবন
D
সায়েন্স ফিকশন
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ এবং “অনিল বাগচীর একদিন”
-
কবিতা/উপন্যাসের পটভূমি: মুক্তিযুদ্ধ
-
লেখক: হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
-
জন্মস্থান: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মাতামহের বাড়ি
-
পেশা ও অবদান: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
প্রাথমিক সাহিত্যকর্ম: ‘নন্দিত নরকে’ (১৯৭২), নাতিদীর্ঘ উপন্যাস যা পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগায়
মুক্তিযুদ্ধ ভিত্তিক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
উপন্যাসসমূহ:
-
নন্দিত নরকে
-
শঙ্খনীল কারাগার
-
আগুনের পরশমণি
-
কে কথা কয়
-
জোছনা ও জননীর গল্প
-
বিশেষত্ব: “অনিল বাগচীর একদিন” উপন্যাসে মুক্তিযুদ্ধের পটভূমিতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও মানসিক প্রতিকূলতার চিত্রায়ন করা হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কত বছর মেয়াদী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন কার্যক্রম চালু হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন
-
তারিখ: ১৮ জুলাই, ২০২৫
-
বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশন মিশন চালুর জন্য সমঝোতা স্মারক (MoU) সই করে।
-
মেয়াদ: সইয়ের পর থেকে তিন বছর, যা শেষ হওয়ার ৯০ দিন আগে সময়সীমা বৃদ্ধির জন্য জানাতে হবে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR) মূলত বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, প্রচার ও বাস্তবায়নে সহায়তা করে।
-
এটি বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন আকারে প্রকাশ করে।
-
এই প্রতিবেদন আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ ও অনুদান প্রাপ্তিতে প্রভাব ফেলে।
-
বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন রয়েছে।
-
দেশগুলো: বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
-
0
Updated: 2 months ago
কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য 'ণ' হয়?
Created: 1 month ago
A
ত, ঢ
B
ত, থ
C
ঋ, র
D
দ, ধ
‘ণ’ ব্যবহারের নিয়ম বাংলা বানানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট কিছু ধ্বনিগত অবস্থায় মূর্ধন্য ‘ণ’ ব্যবহার করা হয়। নিচে তা বিস্তারিতভাবে দেওয়া হলো।
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় ‘ণ’ ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
-
ঋ, র, ষ–এর পরে ‘ণ’ হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
-
ঋ, র, ষ–এর পরে যদি স্বরধ্বনি (ষ, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয়) থাকে, তবে তার পরবর্তী ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক, কফণি, বণিক, চিক্কণ, তূণ, ভণিতা, আপণ, বিপণি, লবণ্য ইত্যাদি।
অন্যদিকে, ত-বর্গীয় (ত, থ, দ, ধ) বর্ণের সঙ্গে যুক্ত হলে ‘ন’ কখনো ‘ণ’ হয় না। যেমন: অন্ত, গ্রন্থ ইত্যাদি।
0
Updated: 1 month ago
'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
Created: 2 months ago
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।
0
Updated: 2 months ago