"বাংলাদেশ" কবিতা কার লেখা?
                    
                                    A
জসীম উদ্দীন
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
অমিয় চক্রবর্তী এবং ‘বাংলাদেশ’ কবিতা
- 
কবিতার রচয়িতা: অমিয় চক্রবর্তী 
- 
জন্ম: ১৯০১ সালের ১০ এপ্রিল, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ 
- 
মৃত্যু: ১৯৮৬ সালের ১২ জুন, শান্তিনিকেতন 
- 
পেশা ও অবদান: কবি, গবেষক, শিক্ষাবিদ; রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব 
- 
বিশেষত্ব: পঞ্চকবির মধ্যে একজন, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে ‘বাংলাদেশ’ কবিতা রচনা 
- 
সম্মাননা ও পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার, পদ্মভূষণ (১৯৭০) 
- 
প্রধান কাব্যগ্রন্থ: - 
খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
অনিঃশেষ 
 
- 
- 
গদ্য রচনা: - 
চলো যাই 
- 
সাম্প্রতিক 
- 
পুরবাসী 
- 
পথ অন্তহীন 
 
- 
- 
কবিতার বিষয়বস্তু: স্বাধীনতা ও জাতীয় চেতনার উজ্জীবিত প্রকাশ 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'আবার আসিব ফিরে' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 2 months ago
A
রূপসী বাংলা
B
ঝরা পালক
C
ধূসর পাণ্ডু লিপি
D
বনলতা সেন
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ: - জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'। - 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে। - কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু। - 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা। জীবনানন্দ দাশ: - তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। - মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ: - ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ), - ধূসর পাণ্ডু লিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা, - বেলা অবেলা কালবেলা।
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
১) মঙ্গলকাব্যের কবি নয় কে?
Created: 2 months ago
A
ঘনরাম চক্রবর্তী
B
জয়দেব
C
দ্বিজমাধম
D
মানিক দত্ত
মঙ্গলকাব্য
বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনিকাব্য হিসেবে মঙ্গলকাব্যকে ধরা হয়। এটি দেবমাহাত্ম্য ও সমাজচিত্রভিত্তিক কাব্যের এক গুরুত্বপূর্ণ ধারা। ধারণা করা হয়, পঞ্চদশ শতক থেকে আঠারো শতকের শেষ পর্যন্ত এই ধরনের কাব্য রচিত হয়েছে।
প্রায় সব মঙ্গলকাব্যের কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে কাব্য রচনা করেছেন। মঙ্গলকাব্যের তিনটি প্রধান শাখা হলো—
- 
মনসামঙ্গল 
- 
চণ্ডীমঙ্গল 
- 
ধর্মমঙ্গল 
এ কাব্যের প্রধান দেবতা ও দেবীরা হচ্ছেন মনসা, চণ্ডী এবং ধর্মঠাকুর। এর মধ্যে মনসা ও চণ্ডী—এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি। মঙ্গলকাব্যের দেব-দেবীরা মূলত অনার্য সংস্কৃতির দেবতা।
একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যে সাধারণত পাঁচটি অংশ থাকে—
- 
বন্দনা 
- 
আত্মপরিচয় 
- 
দেবখণ্ড 
- 
মর্ত্যখণ্ড 
- 
শ্রুতিফল 
মোট ৬২ জন মঙ্গলকাব্য কবির সন্ধান পাওয়া গেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
- 
কানাহারি দত্ত 
- 
মানিক দত্ত 
- 
ভারতচন্দ্র 
- 
দ্বিজমাধব 
- 
ঘনরাম চক্রবর্তী 
চণ্ডীমঙ্গল কাব্যধারায় দ্বিজমাধবকে ‘স্বভাবকবি’ বলা হয়।
অন্যদিকে, জয়দেব মঙ্গলকাব্যের কবি নন; তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর কবি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
- 
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। 
- 
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন। 
- 
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন। 
- 
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত। 
- 
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন। 
- 
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
- 
নানা কথা 
- 
আমাদের শিক্ষা 
- 
রায়তের কথা 
- 
নানাচর্চা 
- 
প্রবন্ধ সংগ্রহ 
- 
বীরবলের হালখাতা 
- 
তেল নুন লকড়ি 
গল্পগ্রন্থ
- 
চার ইয়ারী কথা 
- 
আহুতি 
- 
নীললোহিত 
- 
গল্পসংগ্রহ 
কাব্যগ্রন্থ
- 
সনেট পঞ্চাশৎ 
- 
পদচারণ 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago