কাজী নজরুল ইসলাম রচিত ‘কুহেলিকা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
ভারতী
B
নওরোজ
C
বিজলী
D
সাপ্তাহিক সংবাদ
উত্তরের বিবরণ
‘কুহেলিকা’ উপন্যাসটি নওরোজ পত্রিকায় প্রকাশিত হয়।
‘কুহেলিকা’ উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত এই উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে ‘নওরোজ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- এটি রাজনৈতিক উপন্যাস, যার রাজনৈতিক প্রসঙ্গ অত্যন্ত বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে।
উপন্যাসের বিখ্যাত উক্তি:
"ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।"
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
- জাহাঙ্গীর (নায়ক),
- তাহমিনা,
- চম্পা,
- ফিরদৌস বেগম।
0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
Created: 1 week ago
A
অভয়া মঙ্গল
B
শিব মঙ্গল
C
অন্নদা মঙ্গল
D
শীতলা মঙ্গল
0
Updated: 1 week ago
'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
প্রমথ চৌধুরী
B
মদনমোহন তর্কালঙ্কার
C
মোতাহের হোসেন চৌধুরী
D
বন্দে আলী মিয়া
শিশুসাহিত্যের ক্ষেত্রে বন্দে আলী মিয়া এক উজ্জ্বল নাম। তিনি বাংলা সাহিত্যে শিশুদের জন্য লিখেছেন বহু জনপ্রিয় গল্প ও কবিতা। তাঁর রচনায় গ্রামীণ জীবনের সরলতা, প্রকৃতির সৌন্দর্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বাস্তবভাবে প্রতিফলিত হয়েছে।
মূল তথ্যসমূহ:
-
বন্দে আলী মিয়া ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
-
তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক কর্মধারা বিস্তৃত ছিল কবিতা, উপন্যাস, নাটক, জীবনী এবং শিশুসাহিত্য পর্যন্ত।
-
তাঁর লেখার মূল বৈশিষ্ট্য ছিল বাংলার সমাজ, মানুষ ও প্রকৃতির জীবনচিত্রের বাস্তব উপস্থাপন।
-
তাঁর রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো ‘কুঁচবরণ কন্যা’।
অন্যান্য শিশুসাহিত্য:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
সাত রাজ্যের গল্প
0
Updated: 2 weeks ago
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত কবিতা নয় কোনটি?
Created: 1 month ago
A
প্রলয়োল্লাস
B
ধূমকেতু
C
বিদ্রোহী
D
অগ্রপথিক
বাখ্যা:
-
‘অগ্নিবীণা’ হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই কাব্যের জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাত হন।
-
কাব্যগ্রন্থটির প্রথম কবিতা: প্রলয়োল্লাস।
-
অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে।
কাব্যের কবিতাসমূহ (মোট ১২টি):
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মহররম
-
অন্যদিকে, ‘অগ্রপথিক’ কবিতা কাজী নজরুল ইসলামের ‘জিঞ্জির’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান।
-
ডাক নাম: ‘দুখু মিয়া’।
-
বাংলা সাহিত্যে খ্যাত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে পরিচিত: ‘বুলবুল’।
সুতরাং, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মাধ্যমে নজরুল ইসলামের বিদ্রোহী ও বিপ্লবী সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়।
0
Updated: 1 month ago