A
রোমান্টিক কবি
B
জনতার কবি
C
কৃষকের কবি
D
কবিদের কবি
উত্তরের বিবরণ
নির্মলেন্দু গুণকে কবিদের কবি নামে আখ্যায়িত করা হয়।
নির্মলেন্দু গুণ:
- নির্মলেন্দু গুণ বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
- তিনি ১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাকনাম ছিল রতন।
- মূলত তিনি একজন কবি হলেও পাঠকসমাজে তাঁকে “বাংলাদেশের কবিদের কবি” হিসেবে আখ্যায়িত করা হয়।
- তাঁর কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশ পেয়েছে।
- কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।

0
Updated: 7 hours ago
আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দের অন্তর্গত?
Created: 3 weeks ago
A
মাত্রাবৃত্ত
B
স্বরবৃত্ত
C
ছন্দহীন
D
অক্ষরবৃত্ত
চর্যাপদ
-
ভাষা: চর্যাপদের ভাষাকে বলা হয় ‘সন্ধ্যা’ বা ‘সান্ধ্য ভাষা’, যা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। একে ‘আলো-আঁধারি’ ভাষাও বলা হয়।
-
হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য:
"আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।"
-
ছন্দ: চর্যাপদের পদগুলো প্রাচীন ছন্দে রচিত কি না তা বলা সম্ভব নয়; আধুনিক ছন্দ অনুযায়ী এগুলো মাত্রাবৃত্ত ছন্দে বিবেচিত হয়।

0
Updated: 3 weeks ago
'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 3 weeks ago
A
ভাঙার গান
B
দোলনচাঁপা
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
অগ্নিবীণা (কাজী নজরুল ইসলাম)
-
প্রকাশ: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিশেষত্ব:
-
কাব্যের জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’
-
‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল হন বিদ্রোহী কবি নামে পরিচিত
-
-
প্রথম কবিতা: প্রলয়োল্লাস
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২টি
কবিতার তালিকা
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ারা
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম

0
Updated: 3 weeks ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 2 weeks ago