"বাংলাদেশ" কবিতা কার লেখা?
A
জসীম উদ্দীন
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
অমিয় চক্রবর্তী এবং ‘বাংলাদেশ’ কবিতা
-
কবিতার রচয়িতা: অমিয় চক্রবর্তী
-
জন্ম: ১৯০১ সালের ১০ এপ্রিল, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ
-
মৃত্যু: ১৯৮৬ সালের ১২ জুন, শান্তিনিকেতন
-
পেশা ও অবদান: কবি, গবেষক, শিক্ষাবিদ; রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব
-
বিশেষত্ব: পঞ্চকবির মধ্যে একজন, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে ‘বাংলাদেশ’ কবিতা রচনা
-
সম্মাননা ও পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার, পদ্মভূষণ (১৯৭০)
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
-
গদ্য রচনা:
-
চলো যাই
-
সাম্প্রতিক
-
পুরবাসী
-
পথ অন্তহীন
-
-
কবিতার বিষয়বস্তু: স্বাধীনতা ও জাতীয় চেতনার উজ্জীবিত প্রকাশ

0
Updated: 7 hours ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 11 hours ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

0
Updated: 11 hours ago
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক কোনটি?
Created: 3 weeks ago
A
কবর
B
নরকে লাল গোলাপ
C
একুশের গল্প
D
আরেক ফাল্গুন
কবর নাটক
-
রচয়িতা: অধ্যাপক মুনীর চৌধুরী
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
বিশেষত্ব: ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
-
উৎপত্তি:
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে তিনি নাটকটি রচনা করেন।
-
অন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক: আলাউদ্দীন আল আজাদ, নরকে লাল গোলাপ
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস: জহির রায়হান, আরেক ফাল্গুন
মুনীর চৌধুরী
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ
-
পেশা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
রাজনীতি: বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস কোনটি?
Created: 6 days ago
A
অনেক দিনের আশা
B
কাশবনের কন্যা
C
পথ জানা নাই
D
শাহের বানু
• 'কাশবনের কন্যা' উপন্যাস:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'কাশবনের কন্যা'। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।
---------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।
তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।
• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago