আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?
A
স্বর্ণকুমারী দেবী
B
বেগম রোকেয়া
C
সুফিয়া কামাল
D
প্রভাবতী দেবী
উত্তরের বিবরণ
স্বর্ণকুমারী দেবী এবং তাঁর সাহিত্যকর্ম
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক
-
সম্পর্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
-
সম্পাদকীয় কার্যক্রম: দীর্ঘ ৩০ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক
-
প্রথম উপন্যাস: দীপনির্বাণ
-
প্রধান উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
-
-
কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
-
-
নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
-
0
Updated: 1 month ago
'সিরাজদ্দৌলা' ঐতিহাসিক নাটকটি কার রচনা?
Created: 1 month ago
A
সেলিম আল দীন
B
দীনবন্ধু মিত্র
C
রামনারায়ণ তর্করত্ন
D
গিরিশচন্দ্র ঘোষ
সিরাজদ্দৌলা নাটক ও গিরিশচন্দ্র ঘোষ
১. সিরাজদ্দৌলা
-
ধরণ: ঐতিহাসিক নাটক
-
রচয়িতা: গিরিশচন্দ্র ঘোষ
-
প্রকাশ: ১৯০৫
-
বৈশিষ্ট্য: নাটকে নবাব সিরাজদ্দৌলাকে নবজাগ্রত স্বদেশভক্তি ও সাহসিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
২. গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪–১৯১২)
-
জন্ম: ১৮৪৪, ২৮ ফেব্রুয়ারি, বাগবাজার, কলকাতা
-
মৃত্যু: ৮ ফেব্রুয়ারি, ১৯১২, কলকাতা
-
পেশা ও অবদান: নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা
-
নাট্যসংস্থা: ১৮৭২ সালে প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ‘ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠা
-
নাট্যরচনা ও পরিচালনা: প্রায় ৪০ নাটক রচনা ও সমান সংখ্যক পরিচালনা
৩. গিরিশচন্দ্র ঘোষের নাটক শৈলী অনুযায়ী শ্রেণিবিভাগ
| নাট্যধারা | উল্লেখযোগ্য নাটক |
|---|---|
| পৌরাণিক | রাবণবধ, সীতার বিদ্রোহ, লক্ষ্ণণ বর্জন, রামের বনবাস, সীতাহরণ, পাণ্ডব গৌরব |
| রোম্যান্টিক | মুকুলমুঞ্জরা, আবু হোসেন |
| ঐতিহাসিক | সিরাজদ্দৌলা, মীরকাশিম, ছত্রপতি শিবাজী, অশোক |
| কৌতুক | হীরার ফুল, সপ্তমীতে বিসর্জন, বড়দিনের বখশিশ |
0
Updated: 1 month ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
0
Updated: 2 months ago
স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি?
Created: 2 months ago
A
আলোছায়া
B
বহুরূপা
C
নেমেসিস
D
রূপান্তর
নেমেসিস (নাটক)
-
রচয়িতা: নুরুল মোমেন
-
রচনা/প্রকাশ: ১৯৪৪, ‘শনিবারের চিঠি’ পত্রিকায়; গ্রন্থাকারে প্রকাশ ১৯৪৮
-
প্রেক্ষাপট: ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ
-
বিষয়বস্তু: সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি এবং নিরন্নদের হাহাকার
-
কেন্দ্রীয় চরিত্র: সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, আলফাডাঙ্গা, ফরিদপুর
-
প্রথম নাটক: ‘রূপান্তর’ (১৯৪২, ঢাকা বেতার)
-
প্রথম রম্যগ্রন্থ: ‘বহুরূপা’ (১৯৪৮)
বিখ্যাত নাটকসমূহ
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপলেখা
-
যেমন ইচ্ছা তেমন
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago