আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?
A
স্বর্ণকুমারী দেবী
B
বেগম রোকেয়া
C
সুফিয়া কামাল
D
প্রভাবতী দেবী
উত্তরের বিবরণ
স্বর্ণকুমারী দেবী এবং তাঁর সাহিত্যকর্ম
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক
-
সম্পর্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
-
সম্পাদকীয় কার্যক্রম: দীর্ঘ ৩০ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক
-
প্রথম উপন্যাস: দীপনির্বাণ
-
প্রধান উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
-
-
কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
-
-
নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
-
0
Updated: 1 month ago
প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি?
Created: 2 months ago
A
কালিকলম
B
স্বদেশ
C
ভারতী
D
মাসিক পত্রিকা
কালিকলম পত্রিকা
-
ধরন: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৩৩ (১৯২৬)
-
সম্পাদকবৃন্দ: মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র
-
প্রকাশস্থল: কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেট, বরদা এজেন্সি
-
প্রথম সংখ্যার প্রধান রচনা: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’
-
সম্পর্ক: কল্লোল পত্রিকার সঙ্গে ভাবাদর্শে সমান্তরাল, লেখকবৃন্দও প্রায় একই
অন্যান্য পত্রিকা
-
ভারতী পত্রিকা: সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
স্বদেশ পত্রিকা: সম্পাদনা করেন আহমদ ছফা
-
মাসিক পত্রিকা: প্রকাশ পেয়েছে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
সংস্কৃত ভাষায় চৈতন্যদেবের জীবনী কাব্য রচনা করেন কে?
Created: 1 month ago
A
বৃন্দাবন দাস
B
মুরারি গুপ্ত
C
লোচন দাস
D
কৃষ্ণদাস কবিরাজ
চৈতন্যদেবের জীবনী কাব্য
চৈতন্যদেবের জীবনী বাংলা ও সংস্কৃত ভাষায় বিভিন্ন কাব্যগ্রন্থে রচিত হয়েছে।
-
প্রথম জীবনী লেখক (সংস্কৃত)
-
মুরারি গুপ্ত – কৃতিত্বের অধিকারী।
-
কাব্যের নাম: শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম, সাধারণভাবে পরিচিত মুরারি গুপ্তের কড়চা।
-
-
বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য
-
বৃন্দাবন দাস – কাব্যটির নাম প্রথমে চৈতন্যামঙ্গল, পরে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে নামকরণ করা হয় চৈতন্যভাগবত।
-
সম্ভাব্য রচনাকাল: ১৫৪৮ খ্রিষ্টাব্দ।
-
-
বাংলা ভাষার দ্বিতীয় জীবনী কাব্য
-
লোচন দাস – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-
-
বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী কাব্য
-
কৃষ্ণদাস কবিরাজ – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে দুটি চরিত্রের নাম কী?
Created: 2 months ago
A
বিনোদিনী ও মহেন্দ্র
B
ধুসূদন ও কুমুদিনী
C
সুরেশ ও অচলা
D
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
চোখের বালি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯০৩
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
উল্লেখযোগ্য দিক:
-
বাংলা উপন্যাসে নতুন খাতার প্রবাহ।
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্র-পাত্রীর ব্যবহার।
-
কাহিনির ভার কমিয়ে ব্যক্তিত্ব ও মানসিক সংকটকে কেন্দ্র করে উপন্যাস।
-
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী
-
চরিত্রগত সংক্ষেপ:
-
বিনোদিনী: বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও দুঃখের কেন্দ্রবিন্দু
-
আশালতা: মহেন্দ্রের পতিব্রতা স্ত্রী
-
মহেন্দ্র: স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিনোদিনীর প্রতি আকর্ষণ
-
অন্য উল্লেখযোগ্য চরিত্রসমূহ
| উপন্যাস | প্রধান চরিত্র |
|---|---|
| বিষবৃক্ষ | নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী |
| গৃহদাহ | সুরেশ, অচলা |
| যোগাযোগ | মধুসূদন, কুমুদিনী |
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
0
Updated: 2 months ago