জীবনানন্দ দাশের রচিত উপন্যাস কোনটি?
A
ঝরা পালক
B
বনলতা সেন
C
মাল্যবান
D
মহাপৃথিবী
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ এবং তাঁর সাহিত্যকর্ম
-
উপন্যাস: মাল্যবান (আরও একটি উপন্যাস: সুতীর্থ)
-
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল
-
পিতৃনিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম
-
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক)
-
মাতা: কুসুমকুমারী দাশ (কবি)
-
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪, কলকাতা (ট্রম দুর্ঘটনার পর)
-
-
উপাধি:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ: ঝরা পালক, ধূসর পাণ্ডু লিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
উপন্যাস: মাল্যবান, সুতীর্থ
-
প্রবন্ধগ্রন্থ: কবিতার কথা
-
0
Updated: 1 month ago
‘মধুমালতী’ কাব্যের রচয়িতা কে?
Created: 2 months ago
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ
C
মুহম্মদ কবীর
D
আলাওল
‘মধুমালতী’ কাব্য
মুহম্মদ কবীর হিন্দি কবি মনঝনের মধুমালত্ বা সাধনের মৈনাসত্ কাব্যের অনুসরণে বাংলা ‘মধুমালতী’ কাব্য রচনা করেন। এর রচনাকাল ১৫৮৮ খ্রিষ্টাব্দ এবং কাহিনিটি ভারতীয় উৎসের।
এই কাব্যে রাজপুত্র মনোহর ও রাজকন্যা মধুমালতীর রূপকথাসুলভ রোম্যান্টিক প্রেমকাহিনি বর্ণিত হয়েছে। মূল কাব্যটি ছিল অধ্যাত্ম রসাত্মক, তবে বাংলা অনুবাদে এটি আদি রসাত্মক কাব্যে পরিণত হয়েছে।
তৎকালে কাব্যটি এত জনপ্রিয় হয়েছিল যে, কবীরের পরবর্তী আরও ছয়জন কবি একই নামে কাব্য রচনা করেন। তবে তাদের মধ্যে একমাত্র সৈয়দ হামজা ব্যতীত অন্য কারও কাব্য শিল্পমান অর্জন করতে পারেনি; আবার সৈয়দ হামজার কাব্যও কবীরের কাব্যের মতো সার্থক হয়নি।
0
Updated: 2 months ago
‘গায়ত্রী সন্ধ্যা’ কার রচনা?
Created: 1 week ago
A
রিজিয়া রহমান
B
দিলারা হাশেম
C
আকিমুন রহমান
D
সেলিনা হোসেন
0
Updated: 1 week ago
'উত্তম পুরুষ' রশীদ করীম রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 1 month ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
নাটক
• 'উত্তম পুরুষ' উপন্যাস:
- রশীদ করীম রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের চরিত্রে মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব করেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।
--------------------
• রশীদ করীম রচিত উপন্যাসগুলো হলো:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।
• প্রবন্ধ:
- আর এক দৃষ্টিকোণ,
- মনের গহীনে তোমার মুরতিখানি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago