A
আবদুল গাফফার চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
সৈয়দ মুজতবা আলী
D
হুমায়ূন আজাদ
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন।
হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও সাংবাদিক হিসেবে খ্যাত।
- হাসান হাফিজুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
- তাঁর পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- সাহিত্যকর্মে তিনি জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও ন্মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটিয়েছে।
- ১৯৫৩ সালে তিনি সম্পাদনা করেন ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’।
প্রধান সাহিত্যকর্ম:
কবিতা: আর্ত শব্দাবলী, যখন উদ্যত সঙ্গীন, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী, ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ: আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্যে, সাহিত্য প্রসঙ্গ।
গল্পগ্রন্থ: আরও দুটি মৃত্যু।

0
Updated: 7 hours ago
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Created: 1 week ago
A
উপগ্রহ
B
উপনেতা
C
উপসাগর
D
উপবন
বাখ্যা:
-
উপসাগর, উপগ্রহ, উপনেতা—এখানে “উপ” তৎসম উপসর্গটি “ক্ষুদ্র” বা “অধীন” অর্থ প্রকাশ করছে। যেমন:
-
উপসাগর = ছোট সাগর বা সাগরের শাখা
-
উপগ্রহ = গ্রহের অধীন
-
উপনেতা = নেতার অধীন
-
-
অন্যদিকে, উপবন শব্দে “উপ” উপসর্গটি “সদৃশ” অর্থ প্রকাশ করছে।
-
উপবন = বনের সদৃশ স্থান (বন-সদৃশ বাগান)
-
-
বাংলা ভাষায় উপসর্গের মূল উদ্দেশ্য হলো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবাহী শব্দ তৈরি করা।
-
উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়:
১) খাঁটি বাংলা উপসর্গ (যেমন: অ, আ, সু, নি)
২) সংস্কৃত বা তৎসম উপসর্গ (যেমন: প্র, পরা, সম, উপ, আ)
৩) বিদেশি উপসর্গ (যেমন: আরবি—আম, ফারসি—কার, ইংরেজি—সাব, হাফ)
তাই দেখা যাচ্ছে, “উপ” তৎসম উপসর্গ বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে—কোথাও ক্ষুদ্র/অধীন, আবার কোথাও সদৃশ।

0
Updated: 1 week ago
হুমায়ূন আহমেদের “অনিল বাগচীর একদিন” কিসের পটভূমিতে রচিত?
Created: 7 hours ago
A
মুক্তিযুদ্ধ
B
সামাজিক সমস্যা
C
গ্রামীণ জীবন
D
সায়েন্স ফিকশন
হুমায়ূন আহমেদ এবং “অনিল বাগচীর একদিন”
-
কবিতা/উপন্যাসের পটভূমি: মুক্তিযুদ্ধ
-
লেখক: হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
-
জন্মস্থান: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মাতামহের বাড়ি
-
পেশা ও অবদান: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
প্রাথমিক সাহিত্যকর্ম: ‘নন্দিত নরকে’ (১৯৭২), নাতিদীর্ঘ উপন্যাস যা পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগায়
মুক্তিযুদ্ধ ভিত্তিক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
উপন্যাসসমূহ:
-
নন্দিত নরকে
-
শঙ্খনীল কারাগার
-
আগুনের পরশমণি
-
কে কথা কয়
-
জোছনা ও জননীর গল্প
-
বিশেষত্ব: “অনিল বাগচীর একদিন” উপন্যাসে মুক্তিযুদ্ধের পটভূমিতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও মানসিক প্রতিকূলতার চিত্রায়ন করা হয়েছে।

0
Updated: 7 hours ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 3 weeks ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 3 weeks ago