থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? (সেপ্টেম্বর-২০২৫)
A
পেতংতার্ন সিনাওয়াত্রা
B
অনুতিন চার্নভিরাকুল
C
স্রেত্থা থাভিসিন
D
থাকসিন শিনাওয়াত্রা
উত্তরের বিবরণ
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
-
নাম: অনুতিন চার্নভিরাকুল
-
নির্বাচন: ৫ সেপ্টেম্বর ২০২৫, পার্লামেন্ট ভোটাভুটি
-
ভোট: ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোট পান
-
পদ গ্রহণ: পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে প্রধানমন্ত্রী
-
পেশাগত পটভূমি: নির্মাণ খাতের বড় ব্যবসায়ী; আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী
-
বিখ্যাত কর্মকাণ্ড: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে সর্বাধিক পরিচিত
-
বয়স: ৫৮ বছর
0
Updated: 1 month ago
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 1 month ago
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট
0
Updated: 2 months ago
’যুদ্ধবন্দীদের সাথে আচরণ’ সম্পর্কে বলা হয়েছে কততম জেনেভা কনভেনশনে?
Created: 1 month ago
A
প্রথম জেনেভা কনভেনশন
B
দ্বিতীয় জেনেভা কনভেনশন
C
তৃতীয় জেনেভা কনভেনশন
D
চতুর্থ জেনেভা কনভেনশন
জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের মৌলিক নীতি নির্ধারণ করে। এর মূল লক্ষ্য হলো যুদ্ধের সময় আহত, অসুস্থ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
-
জেনেভা কনভেনশন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হয়।
-
এর আওতায় ৪টি চুক্তি এবং ৩টি প্রটোকল রয়েছে।
-
এই চুক্তিগুলোকে সাধারণভাবে চারটি রেডক্রস কনভেনশন বলা হয়।
প্রথম জেনেভা কনভেনশন:
-
আহত ও অসুস্থ সেনাদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।
দ্বিতীয় জেনেভা কনভেনশন:
-
সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা সম্পর্কিত।
-
এটি ১৯০৭ সালের 'হেগ চুক্তি' সংশোধন করে স্বাক্ষরিত হয়।
তৃতীয় জেনেভা কনভেনশন:
-
যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করে।
চতুর্থ জেনেভা কনভেনশন:
-
সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে, বিশেষ করে যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উৎস:
0
Updated: 1 month ago