১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে?
A
কবির চৌধুরী
B
মুনীর চৌধুরী
C
সৈদয় শামসুল হক
D
মুনতাসীর মামুন
উত্তরের বিবরণ
• ‘কবর’ নাটক:
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এটি একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
• ‘কবর’ নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়।
বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
---------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।
অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 4 months ago
কোন নাটকটি সেলিম আল দীনের?
Created: 3 months ago
A
মুনতাসীর ফ্যান্টাসী
B
পায়ের আওয়াজ পাওয়া যায়
C
কবর
D
বহুব্রীহি
স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকটি।
- হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷
অন্যদিকে,
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- 'কবর' নাটকের রচয়িতা- অধ্যাপক মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
------------------------
• সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার হলেন সেলিম আল দীন।
- তাঁর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কীর্তিবিলাস
B
কুলীনকুলসর্বস্ব
C
ভদ্রার্জুন
D
কৃষ্ণকুমারী
'ভদ্রার্জুন' নাটকটি ১৮৫২ সালে তারাচরণ শিকদার রচিত এবং এটি মৌলিক নাটক হিসেবে প্রকাশিত হয়। নাটকটি ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। কাহিনিটি অর্জুন কর্তৃক সুভদ্রা হরণকে কেন্দ্র করে, যা মহাভারত থেকে সংগৃহীত হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে প্রতিফলিত হয়েছে।
-
১৮৫২ সালে প্রকাশিত প্রথম ট্রাজেডি নাটক: 'কীর্তিবিলাস', রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
-
'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা: রামনারায়ণ তর্করত্ন
-
১৮৬১ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক: 'কৃষ্ণকুমারী', রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
ছেঁড়াতার
B
চাকা
C
বাকী ইতিহাস
D
কী চাহ হে শঙ্খচিল
‘কি চাহ শঙ্খচিল’ নাটক
-
‘কি চাহ শঙ্খচিল’ মমতাজ উদ্দীন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এ নাটকে মূলত বীরাঙ্গনার করুণ কাহিনি ফুটে উঠেছে।
-
১৯৮৩-৮৪ সালে প্রকাশিত এই নাটকে লেখক প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের এক ভিন্নরকম চিত্র এঁকেছেন।
-
নাটকে শঙ্খচিল হয়ে উঠেছে একাত্তরের অশুভ শক্তির প্রতীক, যেন শকুনের মতো ভয়ংকর উপস্থিতি।
-
প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের হাতে লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়। অথচ তার স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ব্যবহার করে অর্থ-সুবিধা ভোগ করতে থাকে।
-
এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের পথে কত ত্যাগ, বেদনা আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে।
মমতাজ উদ্দীন আহমদ
-
মমতাজ উদ্দীন আহমদ (১৯৩৫-২০১৯) বাংলা নাট্যসাহিত্যের এক বিশিষ্ট নাট্যকার।
-
তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মালদহে।
-
তাঁর লেখা বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে:
-
স্বাধীনতা আমার স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার
-
প্রেম
-
বিবাহ সুটকেস
-
রাজা অনুস্বারের পালা
-
সাত ঘাটের কানাকড়ি
-
রাক্ষুসী
-
এই সেই কণ্ঠস্বর
-
পুত্র আমার পুত্র
-
হাস্য লাস্য ভাষ্য
-
ভালোবাসার দশ নাটক ইত্যাদি।
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
মমতাজ উদ্দীন আহমদের রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো—
-
বর্ণচোর
-
বকুলপুরের স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, কি চাহ শঙ্খচিল, মমতাজ উদ্দীন আহমদ
0
Updated: 1 month ago