ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র–বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে?
A
ইতালি
B
সুইডেন
C
স্লোভেনিয়া
D
ডেনমার্ক
উত্তরের বিবরণ
স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্কিত সকল লেনদেন নিষিদ্ধ করেছে।
মূল তথ্যসমূহ:
-
নিষিদ্ধ কার্যক্রম: অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহন।
-
প্রেক্ষাপট: ইসরায়েলের মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
সরকারি তথ্য: স্লোভেনিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসটিএ সরকারি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে।
-
বিশেষ তাৎপর্য: গাজায় চলমান যুদ্ধে ইউরোপে প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল।
-
পূর্ববর্তী পদক্ষেপ: গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।
0
Updated: 1 month ago
ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা কোনটি?
Created: 1 month ago
A
ইউরোপীয় কাউন্সিল
B
ইউরোপীয় সংসদ
C
ইউরোপীয় কমিশন
D
ইউরোপীয় আদালত
ইউরোপীয় কমিশন (European Commission):
-
সংজ্ঞা: ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান নির্বাহী সংস্থা।
-
বর্তমান প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন
মূল কাজগুলো:
-
নতুন আইন ও নীতিমালা প্রস্তাব করা
-
আইন ও নীতিমালার বাস্তবায়ন তদারকি করা
-
ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরিচালনা করা
সংগঠন কাঠামো:
-
কমিশনের কাজ পরিচালনা করে কলেজ অব কমিশনার্স, যেখানে মোট ২৭ জন কমিশনার থাকেন
-
কমিশনের প্রেসিডেন্ট নেতৃত্ব দেন, নীতি অগ্রাধিকার নির্ধারণ করেন
-
কমিশনাররা নির্দিষ্ট নীতি ক্ষেত্রে কাজ করেন
বিভাগ ও নির্বাহী সংস্থা:
-
নীতি বিভাগ: নির্দিষ্ট ক্ষেত্রে নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন ও EU তহবিল কর্মসূচি পরিচালনা
-
সার্ভিস বিভাগ: প্রশাসনিক ও কারিগরি বিষয় পরিচালনা
-
নির্বাহী সংস্থা: কমিশনের বিশেষ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন
উৎস: europa.eu ওয়েবসাইট
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে EU ত্যাগ করে কবে?
Created: 1 month ago
A
১ জানুয়ারি, ২০১৯
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ ডিসেম্বর, ২০২০
D
১ জানুয়ারি, ২০২১
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে গঠিত একটি শব্দ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়। ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে ভোট প্রদান করে। ফলস্বরূপ, যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ২০২০ তারিখে EU ত্যাগ করে।
European Union (EU):
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩ সালের ১ নভেম্বর, ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
একক মুদ্রা: ইউরো
0
Updated: 1 month ago
MERCOSUR কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
Created: 5 months ago
A
আফ্রিকা
B
মধ্য এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ওশেনিয়া
MERCOSUR (Mercado Común del Sur) বা দ্য সাউদার্ন কমন মার্কেট
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট, যার মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
প্রতিষ্ঠা:
MERCOSUR গঠিত হয় ১৯৯১ সালে "আসুনসিয়ন চুক্তি"র মাধ্যমে, তবে এটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। -
সদস্য রাষ্ট্র:
বর্তমানে MERCOSUR-এর ৫টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে:-
ব্রাজিল
-
আর্জেন্টিনা
-
উরুগুয়ে
-
প্যারাগুয়ে
-
বলিভিয়া
উল্লেখযোগ্যভাবে, ভেনেজুয়েলা পূর্বে MERCOSUR-এর সদস্য ছিল, তবে বর্তমানে এর সদস্যপদ স্থগিত রয়েছে।
-
-
সদরদপ্তর:
MERCOSUR-এর সদরদপ্তর অবস্থিত মন্টিভিডিও, উরুগুয়েতে।
উৎস: MERCOSUR-এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago