নিচের কোন প্রতিষ্ঠান বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করে?
A
UN
B
IMF
C
World Bank
D
OPEC
উত্তরের বিবরণ
Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
মূল তথ্যসমূহ:
-
প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় করা, এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর ১৯৬০।
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
0
Updated: 1 month ago
নিম্নের কোন দেশটি ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র?
Created: 1 month ago
A
ভারত
B
রাশিয়া
C
অস্ট্রিয়া
D
যুক্তরাষ্ট্র
OPEC ও OPEC+ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
১. OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর ১৯৬০, বাগদাদ, ইরাক
-
প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রাথমিক সদস্য: ৫টি – ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য: ১২টি – আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি নির্ধারণ ও সমন্বয়, বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ
২. OPEC Plus (OPEC+)
-
প্রতিষ্ঠা: ২০১৬, আলজেরিয়া
-
সদস্য দেশ: ৮টি – সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান
-
বিশেষত্ব: বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে
-
রাশিয়ার অবস্থা: রাশিয়া OPEC+ এর সদস্য, তবে OPEC-এর মূল সদস্য নয়
উল্লেখ্য: OPEC মূলত তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য, আর OPEC+ তাতে সহায়ক দেশগুলোকে যোগ করে বৃহত্তর জোট হিসেবে কার্যক্রম চালায়।
0
Updated: 1 month ago
Organization of the Petroleum Exporting Countries (OPEC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
ইরান
B
সৌদি আরব
C
ভেনেজুয়েলা
D
ইরাক
Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা, যা তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি নির্ধারণ ও সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর, ১৯৬০
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা)
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
0
Updated: 1 month ago
OPEC কত সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
Created: 5 months ago
A
১৯৫৬ সালে
B
১৯৬০ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৬ সালে
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
বাংলায় অর্থ: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
প্রতিষ্ঠা:
-
তারিখ: সেপ্টেম্বর, ১৯৬০
-
স্থান: বাগদাদ, ইরাক
-
প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
মূল উদ্দেশ্য:
OPEC-এর প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি নির্ধারণ ও সমন্বয় সাধন করা এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা।
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি দেশ
সদস্য দেশসমূহ:
-
আলজেরিয়া
-
কঙ্গো
-
নিরক্ষীয় গিনি
-
গ্যাবন
-
ইরান
-
ইরাক
-
কুয়েত
-
লিবিয়া
-
নাইজেরিয়া
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
ভেনেজুয়েলা
উৎস: OPEC-এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago