Asia-Pacific Economic Cooperation (APEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৮৮ সাল
B
১৯৮৯ সাল
C
১৯৮৭ সাল
D
১৯৮৩ সাল
উত্তরের বিবরণ
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত।
মূল তথ্যসমূহ:
-
ধারণার প্রকাশ: ৩১ জানুয়ারি ১৯৮৯, কোরিয়ার সিউলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক।
-
প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর ১৯৮৯।
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ২১টি।
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
0
Updated: 1 month ago
V20-এর মূল উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা চালানো
B
আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন করা
C
টেকসই কৃষি উন্নয়ন প্রচার করা
D
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
V20
-
সংজ্ঞা: V20 অর্থমন্ত্রীরা হল CVF-এর অর্থমন্ত্রীদের একটি নিবেদিতসংলাপ ও কর্মমুখী প্ল্যাটফর্ম, যা তাদের উন্নয়ন-ইতিবাচক জলবায়ু কর্মসূচীকে বাস্তব অর্থনীতির অর্থায়ন, বিনিয়োগ ও ফলাফলে রূপান্তরিত করে।
-
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অর্থনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া জোরদার করার প্রচেষ্টা হিসেবে CVF-এর কোস্টারিকা অ্যাকশন প্ল্যান (২০১৩-২০১৫) থেকে V20 তৈরির আহ্বান জানানো হয়।
-
প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ৮ অক্টোবর, ২০১৫; পেরুর লিমা। ফিলিপাইনের অর্থ সচিব এইচই সিজার ভি. পুরিসিমার সভাপতিত্বে V20 অর্থমন্ত্রীদের উদ্বোধনী সভার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ২০১৫ সালের বার্ষিক সভার সাথে মিলিত হয়ে প্রতিষ্ঠিত হয়।
-
সদস্যরা: প্রতিটি সদস্য দেশের অর্থমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকসহ প্রাসঙ্গিক আর্থিক প্রতিষ্ঠানগুলি।
V20-এর লক্ষ্য:
-
সরকারি ও বেসরকারি জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা।
-
জলবায়ু কর্মকাণ্ডের অর্থনৈতিক ও আর্থিক দিকগুলির সর্বোত্তম অনুশীলন ভাগ করা ও বিনিময় করা।
-
জলবায়ু অর্থায়নের জন্য নতুন ও উন্নত পদ্ধতি বিকাশ করা।
-
যৌথ ওকালতি ও অন্যান্য সম্মিলিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 1 month ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 1 month ago