সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
A
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
B
১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫
C
২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
D
২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
উত্তরের বিবরণ
শাংহাই সহযোগিতা সংস্থা (SCO) ২৫তম শীর্ষ সম্মেলন
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে ২৫তম SCO রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মূল তথ্যসমূহ:
-
সময়কাল: দুই দিনব্যাপী, ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫।
-
উদ্বোধন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
অংশগ্রহণকারী: ২০টির বেশি দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
-
উদ্দেশ্য: ‘তিয়ানজিন ঘোষণা’ অনুমোদন এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা গ্রহণ।
0
Updated: 1 month ago
স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
Created: 1 month ago
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
২০০২ সালে
D
২০০৪ সালে
আফ্রিকান ইউনিয়ন (African Union):-
-
একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশসমূহকে নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৯ জুলাই, ২০০২।
-
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ।
-
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
-
সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
-
বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।
🔹 পূর্বসূরি প্রতিষ্ঠান (African Unity):
-
১৯৬৩ সালের ২৫ মে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধানগণ Organization of African Unity (OAU) প্রতিষ্ঠা করেন।
-
এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকার ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রাখা এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
🔹 আফ্রিকান ইউনিয়নের গঠন:
-
১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার সিরতি শহরে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান ঐক্য সংঘকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়।
-
এর ধারাবাহিকতায়, ২০০১ সালের ২৬ মে, আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
-
পরবর্তীতে ২০০২ সালের ৯ জুলাই, আফ্রিকান ঐক্য সংঘ (OAU)-এর পরিবর্তে কার্যক্রম শুরু করে আফ্রিকান ইউনিয়ন (AU)।
উৎস: African Union ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট
0
Updated: 2 months ago