কাজী ইমদাদুল হক-এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
A
চাষী জীবনের করুণ চিত্র
B
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
C
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
D
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরের বিবরণ
কাজী ইমদাদুল হকের 'আবদুল্লাহ' উপন্যাসের 'তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র' অঙ্কিত হয়েছে।
• 'আবদুল্লাহ' উপন্যাস:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।
----------------------------
• কাজী ইমদাদুল হক:
- কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
- 'আবদুল্লাহ' উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।
- আবদুল্লাহ উপন্যাস রচনা করেই তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
- বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- আঁখিজল,
- মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,
- ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ),
- নবীকাহিনী (প্রবন্ধমালা),
- কামারের কান্ড,
- আবদুল্লাহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 4 months ago
'সুদীপ্ত শাহীন’ - মুক্তিযুদ্ধভিত্তিক কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
-
উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আনোয়ার পাশার অন্যান্য উপন্যাসসমূহ
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
Created: 3 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
লিওনার্দো দ্যা ভিঞ্চি
C
মাইকেল অ্যাঞ্জেলা
D
পিকাসো
পূর্ণ নাম: মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুয়োনারোত্তি সিমোনি।
জন্ম: ৬ মার্চ ১৪৭৫, ক্যাপ্রেসে, ফ্লোরেন্স প্রজাতন্ত্র (বর্তমান তাসকানি, ইতালি)।
মৃত্যু: ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪, রোম, পাপাল স্টেটস।
তথ্যসমূহ:
-
পেশা: ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি — তিনি ছিলেন ইতালীয় রেনেসাঁর অন্যতম প্রধান শিল্পী।
-
খ্যাতি: পাশ্চাত্য শিল্পের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিভাদের একজন হিসেবে স্বীকৃত। তার শিল্পকর্মে মানবদেহের গঠন, আবেগ ও ধর্মীয় ভাব এক অনন্য সমন্বয় পেয়েছে।
-
শৈশব ও শিক্ষা: ফ্লোরেন্সে বেড়ে ওঠেন; লোরেনজো দে’ মেডিচি-এর পৃষ্ঠপোষকতায় শিল্পকলার প্রাথমিক শিক্ষা ও অনুশীলনের সুযোগ পান।
-
প্রধান ভাস্কর্য:
-
পিয়েতা (১৪৯৮–৯৯) — যেখানে ভার্জিন মেরি মৃত যিশুকে কোলে ধারণ করছেন।
-
ডেভিড (১৫০১–০৪) — মানব সৌন্দর্য ও শক্তির এক অনুপম প্রতীক।
-
মোসেস (প্রায় ১৫১৩–১৫) — ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অসাধারণ নিদর্শন।
-
-
প্রধান চিত্রকর্ম:
-
সিস্টিন চ্যাপেলের ছাদচিত্র (১৫০৮–১২) — বাইবেলভিত্তিক কাহিনির চিত্রায়ণ, বিশেষত “The Creation of Adam” বিশ্বখ্যাত।
-
দ্য লাস্ট জাজমেন্ট (১৫৩৬–৪১) — মানবজাতির চূড়ান্ত বিচার ও মুক্তির প্রতীকী উপস্থাপন।
-
-
স্থাপত্য অবদান: রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকা-র গম্বুজের নকশা প্রণয়ন করেন (প্রায় ১৫৪৬ থেকে), যা আজও রেনেসাঁ স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
-
কাব্য রচনা: শতাধিক সনেট ও মাদ্রিগাল রচনা করেছেন, যেখানে তার আধ্যাত্মিক অনুধাবন, ব্যক্তিগত আবেগ ও মানবজীবনের গভীরতা প্রতিফলিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
0
Updated: 1 month ago