A
গাছে তুলে মই কাড়া
B
এক ক্ষুরে মাথা মোড়ানো
C
ধরি মাছ না ছুঁই পানি
D
আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরের বিবরণ
ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ প্রবচনটির অর্থ - কৌশলে কার্যোদ্ধার
অন্যদিকে,
- ‘গাছে তুলে মই কাড়া’ অর্থ - 'সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।
- ‘এক ক্ষুরে মাথা মোড়ানো’ অর্থ - একই স্বভাবের/একই দলভুক্ত।
- ‘আকাশের চাঁদ হাতে পাওয়া’ অর্থ - দুর্লভ বস্তু প্রাপ্তি।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago