A
পাকিস্তান
B
তুরস্ক
C
বাংলাদেশ
D
ইরাক
উত্তরের বিবরণ
D-8 (Developing Eight) সংস্থা
D-8 হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য গঠিত একটি জোট।
মূল তথ্যসমূহ:
-
গঠনকাল: ১৫ জুন, ১৯৯৭।
-
সদর দপ্তর: ইস্তানবুল, তুরস্ক।
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
-
বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছরে অনুষ্ঠিত হয়।
-
D-8 সদস্যদেশের মধ্যে ইরাক অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 8 hours ago
Quad জোটের সদস্য দেশ কয়টি? [আগস্ট - ২০২৫]
Created: 3 days ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
Quad (Quadrilateral Security Dialogue)
• Quad হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের একটি কৌশলগত ফোরাম
• পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue
• গঠন: ২০০৭ সালে, কিন্তু দীর্ঘদিন কোনো তৎপরতা ছিল না
• পুনঃসক্রিয়করণ: ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে
• সর্বশেষ বৈঠক: ২৪ মে ২০২২
• মূল উদ্দেশ্য: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নৌপথে অবাধ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা
সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট

0
Updated: 3 days ago