A
সাতটি
B
পাঁচটি
C
তিনটি
D
চারটি
উত্তরের বিবরণ
The European Free Trade Association (EFTA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে। এটির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য প্রচার করা।
মূল তথ্যসমূহ:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশসমূহ: অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য।
-
বর্তমান সদস্য দেশসমূহ (সেপ্টেম্বর ২০২৫):
-
আইসল্যান্ড
-
লিচেনস্টাইন
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
-
EFTA-এর সদস্য নয়: ইতালি

0
Updated: 8 hours ago
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
Created: 1 month ago
A
EU
B
WTO
C
NATO
D
FIFA
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
ইউরোপীয় ইউনিয়ন হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
-
সদর দফতর ব্রাসেলসে, বেলজিয়ামে অবস্থিত।
-
প্রথমে ৬টি দেশ মিলে শুরু করেছিলো।
-
বর্তমানে ২৭টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
ইতিহাস ও প্রেক্ষাপট
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো তাদের অর্থনৈতিক উন্নতির জন্য একত্রিত হওয়ার প্রয়োজন বুঝেছিলো।
-
১৮ এপ্রিল ১৯৫১-এ প্যারিসে “ইউরোপীয় কয়লা ও ইস্পাত পরিষদ” (ECSE) গঠিত হয়।
-
২৫ মার্চ ১৯৫৭-এ ছয়টি দেশ — বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স ও পশ্চিম জার্মানি — ‘রোম চুক্তি’ স্বাক্ষর করে।
-
এই চুক্তির মাধ্যমে ১৭ জানুয়ারি ১৯৫৮-এ “ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়” (EEC) এবং “ইউরাটম” প্রতিষ্ঠিত হয়।
-
পরে ১৯৬৫ সালে ‘ব্রাসেলস চুক্তি’ অনুসারে EEC-কে “ইউরোপীয় কমিউনিটি” (EC) নাম দেয়া হয়।
-
১৯৯২ সালে ‘ম্যাসট্রিক্ট চুক্তি’ স্বাক্ষরিত হয়ে EC থেকে ইউরোপীয় ইউনিয়ন (EU) গঠন করা হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
-
ইউরো মুদ্রার আবিষ্কারক রবার্ট মুন্ডেল।
-
ইউরো মুদ্রা প্রথম ১ জানুয়ারি ১৯৯৯-এ প্রচলন শুরু করে।
-
EU-র সীমান্ত নিরাপত্তার জন্য “FRONTEX” নামের একটি বাহিনী আছে।
অন্যান্য আন্তর্জাতিক সংস্থা
-
WTO: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
NATO: একটি সামরিক সহযোগিতার জোট।
-
FIFA: আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
উৎস: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা কোনটি?
Created: 23 hours ago
A
ইউরোপীয় কাউন্সিল
B
ইউরোপীয় সংসদ
C
ইউরোপীয় কমিশন
D
ইউরোপীয় আদালত
ইউরোপীয় কমিশন (European Commission):
-
সংজ্ঞা: ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান নির্বাহী সংস্থা।
-
বর্তমান প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন
মূল কাজগুলো:
-
নতুন আইন ও নীতিমালা প্রস্তাব করা
-
আইন ও নীতিমালার বাস্তবায়ন তদারকি করা
-
ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরিচালনা করা
সংগঠন কাঠামো:
-
কমিশনের কাজ পরিচালনা করে কলেজ অব কমিশনার্স, যেখানে মোট ২৭ জন কমিশনার থাকেন
-
কমিশনের প্রেসিডেন্ট নেতৃত্ব দেন, নীতি অগ্রাধিকার নির্ধারণ করেন
-
কমিশনাররা নির্দিষ্ট নীতি ক্ষেত্রে কাজ করেন
বিভাগ ও নির্বাহী সংস্থা:
-
নীতি বিভাগ: নির্দিষ্ট ক্ষেত্রে নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন ও EU তহবিল কর্মসূচি পরিচালনা
-
সার্ভিস বিভাগ: প্রশাসনিক ও কারিগরি বিষয় পরিচালনা
-
নির্বাহী সংস্থা: কমিশনের বিশেষ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন
উৎস: europa.eu ওয়েবসাইট

0
Updated: 23 hours ago
ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র–বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে?
Created: 8 hours ago
A
ইতালি
B
সুইডেন
C
স্লোভেনিয়া
D
ডেনমার্ক
স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্কিত সকল লেনদেন নিষিদ্ধ করেছে।
মূল তথ্যসমূহ:
-
নিষিদ্ধ কার্যক্রম: অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহন।
-
প্রেক্ষাপট: ইসরায়েলের মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
সরকারি তথ্য: স্লোভেনিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসটিএ সরকারি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে।
-
বিশেষ তাৎপর্য: গাজায় চলমান যুদ্ধে ইউরোপে প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল।
-
পূর্ববর্তী পদক্ষেপ: গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।

0
Updated: 8 hours ago