Asia-Pacific Trade Agreement- কি নামে স্বাক্ষরিত হয়?
A
ডাচ এগ্রিমেন্ট
B
প্যাসিফিক এগ্রিমেন্ট
C
ব্যাংকক এগ্রিমেন্ট
D
কাতার এগ্রিমেন্ট
উত্তরের বিবরণ
Asia-Pacific Trade Agreement (APTA) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাতটি দেশের মধ্যে একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি। এটি প্রথম ১৯৭৫ সালে ব্যাংকক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয় এবং ২০০৫ সালে সংশোধনের মাধ্যমে Asia Pacific Trade Agreement নামে পরিচিতি লাভ করে।
APTA-র সদস্য দেশসমূহ:
-
বাংলাদেশ
-
চীন
-
ভারত
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
কোরিয়া প্রজাতন্ত্র
-
শ্রীলঙ্কা
0
Updated: 1 month ago