ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন না?
A
সংবাদ সাধুরঞ্জন
B
সংবাদ রত্নাবলী
C
পাষণ্ডপীড়ন
D
সমাচার দর্পণ
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন না।
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগসন্ধিকালীন কবি, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগ রচনা করেছিলেন।
- তাঁর ছদ্মনাম ছিল ‘ভ্রমণকারী বন্ধু’।
- তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’-এর সম্পাদক ছিলেন।
- এছাড়া তিনি সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকাও সম্পাদনা করেন।
- তাঁর অন্যতম কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা, যা বাংলা সাহিত্য ইতিহাসে বিশেষ অবদান হিসেবে বিবেচিত।
অন্যদিকে, সমাচার দর্পণ হচ্ছে ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা।
0
Updated: 1 month ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কে?
Created: 2 weeks ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
মীর মশাররফ হোসেন
বাংলা উপন্যাস সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তিনি সাহিত্য, সাংবাদিকতা ও চিন্তাজগত—সবক্ষেত্রেই আধুনিকতার সূচনা ঘটিয়েছিলেন। বাংলা গদ্যকে তিনি কেবল শিল্পরূপেই নয়, জাতীয় চেতনার বাহক হিসেবেও প্রতিষ্ঠা করেন।
মূল তথ্যসমূহ:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর রচিত প্রথম উপন্যাস ‘রাজমোহনের ওয়াইফ’, যা ইংরেজি ভাষায় লেখা।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত তাঁর রচনা ‘দুর্গেশনন্দিনী’।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘ললিতা তথা মানস’।
-
তাঁর বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
কৃষ্ণকান্তের উইল
0
Updated: 2 weeks ago
আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র কোনটি?
Created: 1 month ago
A
নয়া সড়ক
B
দৈনিক আজাদ
C
দৈনিক সোলতান
D
দৈনিক সমকাল
'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিল আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়। এটি স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত হয়, বিশেষত ১৯৪৭ সালের ভারত ভাগের পর। পত্রিকার নামকরণ থেকেই বোঝা যায় যে এর আয়োজকরা নতুন সাহিত্যিক যাত্রার প্রত্যাশী ছিলেন। মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হতো এতে এবং অনেকেই পরে স্বনামে খ্যাতি অর্জন করেন। বর্তমানে এই সাহিত্যপত্রটি বিরল ও গুরুত্বপূর্ণ, এবং বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি সংরক্ষিত আছে।
-
দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফর শামসুদ্দীন তাঁর কর্মজীবন শুরু করেন।
-
দৈনিক আজাদ ছিল বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ১৯৩৬ সালে চালু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রকাশিত হয়। আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক এবং বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ।
-
দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার। প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ।
0
Updated: 1 month ago