A
সংবাদ সাধুরঞ্জন
B
সংবাদ রত্নাবলী
C
পাষণ্ডপীড়ন
D
সমাচার দর্পণ
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন না।
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগসন্ধিকালীন কবি, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগ রচনা করেছিলেন।
- তাঁর ছদ্মনাম ছিল ‘ভ্রমণকারী বন্ধু’।
- তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’-এর সম্পাদক ছিলেন।
- এছাড়া তিনি সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকাও সম্পাদনা করেন।
- তাঁর অন্যতম কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা, যা বাংলা সাহিত্য ইতিহাসে বিশেষ অবদান হিসেবে বিবেচিত।
অন্যদিকে, সমাচার দর্পণ হচ্ছে ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা।

0
Updated: 8 hours ago
কাজী নজরুল ইসলামকে নিম্নলিখিত কোন পুরস্কার প্রদান করা হয়নি?
Created: 8 hours ago
A
বাংলা একাডেমী পদক
B
একুশে পদক
C
জগত্তারিনী পদক
D
পদ্মভূষণ পদক
সঠিক উত্তর - ক) বাংলা একাডেমী পদক।
কাজী নজরুল ইসলামের সন্মান ও পুরস্কার:
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে তাঁকে জগত্তারিনী পুরস্কারে ভূষিত করে।
- ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আনেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে তাঁকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 8 hours ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 3 weeks ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 3 weeks ago
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
Created: 4 days ago
A
মৃত্যুক্ষুধা
B
বাঁধনহারা
C
কুহেলিকা
D
যোগাযোগ
'বাঁধনহারা' উপন্যাস
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হলেও ১৯২১ সালেই মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
-
কাহিনি: নুরুর সঙ্গে মাহবুবার প্রণয় এবং পরে বিবাহের উদ্যোগ অনেকদূর এগোলেও নুরু হঠাৎ পালিয়ে সৈনিক জীবন শুরু করেন। এভাবেই কাহিনি গড়ে ওঠে।
প্রধান চরিত্র
-
নুরু
-
মাহবুবা
-
রাবেয়া
-
সাহসিকা
উৎস
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago