A
আগুনের পরশমণি
B
দুই দুয়ারী
C
এইসব দিনরাত্রি
D
নন্দিত নরকে
উত্তরের বিবরণ
এইসব দিনরাত্রি হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নয়।
- এটি হুমায়ূন আহমেদের রচনায় তৈরি পারিবারিক নাটক।
হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২):
- হুমায়ূন আহমেদ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং শিক্ষক।
- তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনে তিনি ‘নন্দিত নরকে’ শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাস রচনা করেন, যা ১৯৭২ সালে লেখা এবং গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসটি বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
গ্রন্থ সংখ্যা ও ধরণ:
হুমায়ূন আহমেদের রচনা অন্তর্ভুক্ত গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ এবং আত্মজৈবনিক রচনা, যা মোট তিন শতাধিক।
চলচ্চিত্র নির্মাণ:
- হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সফল ছিলেন।
- তাঁর প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ (১৯৯৫) এবং শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।
- এছাড়া, রয়েছে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী।
- উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ‘শ্যামল ছায়া’ রয়েছে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।

0
Updated: 8 hours ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 3 weeks ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 3 weeks ago
চর্যাপদে সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন কে?
Created: 10 hours ago
A
শবরপা
B
লুইপা
C
কাহ্নপা
D
সরহপা
চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে, যার মধ্যে একটি পদ ছেঁড়া বা খণ্ডিত আকারে রয়েছে। পদসংখ্যার ভিত্তিতে কবিদের মধ্যে সর্বাধিক অবদান রেখেছেন কাহ্নপা, যিনি ১৩টি পদ রচনা করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছেন ভুসুকুপা, তাঁর রচিত পদ সংখ্যা ৮। তৃতীয় সর্বোচ্চ অবদানকারী সরহপা, যিনি ৪টি পদ (ক্রমিক ২২, ৩২, ৩৮ ও ৩৯) রচনা করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন কুক্কুরীপা, যিনি ৩টি পদ রচনা করেছেন। আর পঞ্চম স্থানে রয়েছেন লুইপা, শবরপা ও শান্তিপা, এঁরা প্রত্যেকে ২টি করে পদ রচনা করেছেন।

0
Updated: 10 hours ago
প্রমথ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করতেন?
Created: 8 hours ago
A
ভারতী
B
সবুজপত্র
C
সমকাল
D
বঙ্গদর্শন
প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকা সম্পাদনা করতেন।
প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন।
- বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন এবং বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনায় তিনি বিশেষ খ্যাত।
- প্রমথ চৌধুরী প্রথম গদ্য ও প্রবন্ধে চলিত রীতির ব্যবহার করেন।
- তিনি বাংলা কাব্য সাহিত্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
- ১৯১৪ সালে তিনি মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদনা করেন।
- ১৯৪৬ সালে তিনি শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।

0
Updated: 8 hours ago