মুনীর চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মানুষ
D
রূপার কৌটা
উত্তরের বিবরণ
মুনীর চৌধুরী ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’
-
কবর
-
নাটকের পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
-
মুনীর চৌধুরীর অন্যান্য নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
-
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
মীর মানস
-
তুলনামূলক আলোচনা
-
-
অন্যান্য তথ্য
-
‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধে লেখা।
-
‘মানুষ’ নাটক ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রচিত।
-
‘রূপার কৌটা’ হলো মুনীর চৌধুরীর অনুবাদ নাটক।
-
0
Updated: 1 month ago
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
Created: 1 month ago
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে 'দুঃখের কবি' বলে আখ্যায়িত করেছেন?
Created: 1 month ago
A
মুকুন্দরাম চক্রবর্তীকে
B
চণ্ডীদাসকে
C
জ্ঞানদাসকে
D
কানাহরি দত্তকে
চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তাঁর কবিতায় দুঃখ, মানবতা ও ভক্তির চিত্র প্রধানভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।
-
চণ্ডীদাসকে মধ্যযুগের প্রসিদ্ধ কবি হিসেবে বিবেচনা করা হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘দুঃখের কবি’ হিসেবে অভিহিত করেছেন।
-
চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
-
এ নামে চারজন কবির পরিচয় পাওয়া গেছে: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
-
চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি, চৈতন্যপূর্ব যুগের, এবং জাতিতে ব্রাহ্মণ।
অন্যদিকে, মুকুন্দরাম চক্রবর্তীকে ‘দুঃখ বর্ণনার কবি’ বলা হয়।
0
Updated: 1 month ago