কোন বানানটি শুদ্ধ?
A
সমীচীন
B
সমিচীন
C
সমীচিন
D
সমিচিন
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান - সমীচীন।
• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 4 months ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
কৃচ্ছ্সাধন
B
কূপমণ্ডূক
C
বিদূষিত
D
পিপীলিকা
• অশুদ্ধ বানান: কৃচ্ছ্সাধন
-
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
অন্যদিকে,
-
পিপীলিকা
-
বিদূষিত
-
কূপমণ্ডূক
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অর্দিক্ষীত
B
অদিক্ষীত
C
অদীক্ষিত
D
অদীক্ষীত
শব্দ: অদীক্ষিত
-
শুদ্ধ বানান: অদীক্ষিত
-
পদবিভাগ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ: দীক্ষালাভ করেনি এমন
উৎস:
0
Updated: 1 month ago