‘স্বাধীনতা তুমি’ কবিতার লেখক কে?
A
সুকান্ত ভট্টাচার্য
B
শামসুর রাহমান
C
মুনীর চৌধুরী
D
শামসুল হক
উত্তরের বিবরণ
শামসুর রাহমান ও ‘স্বাধীনতা তুমি’
-
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা শামসুর রাহমান।
-
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রাম।
-
শৈশবের ডাক নাম: ‘বাচ্চু’।
-
মাত্র আঠারো বছর বয়সে কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা প্রকাশ: ১৯৪৩ সালে ‘সোনার বাংলা’ পত্রিকায়।
-
মুক্তিযুদ্ধকালীন লেখালেখি: ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
মৃত্যু: ২০০৬, ঢাকা।
-
প্রাপ্ত পুরস্কারসমূহ: আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
-
-
বিখ্যাত কবিতাসমূহ
-
প্রথম গান
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-
0
Updated: 1 month ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-
0
Updated: 2 months ago
শামসুর রাহমান রচিত উপন্যাস -
Created: 3 weeks ago
A
নিজ বাসভূমে
B
বিধ্বস্ত নীলিমা
C
অক্টোপাস
D
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
শামসুর রাহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত কবি। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি রায়পুর থানার পাড়াতলী গ্রামে অবস্থিত।
শামসুর রাহমান রচিত উপন্যাস:
• অক্টোপাস
• নিয়ত মন্তাজ
• এলো সে অবেলায়
শামসুর রাহমানের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
• বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
• প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
• রৌদ্র করোটিতে
• বিধ্বস্ত নীলিমা
• নিরালোকে দিব্যরথ
• নিজ বাসভূমে
• বন্দী শিবির থেকে
• ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
• আমি অনাহারী
• প্রতিদিন ঘরহীন ঘরে
• উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
• বুক তার বাংলাদেশের হৃদয়
• হরিণের হাড়
• তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
0
Updated: 3 weeks ago
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Created: 2 months ago
A
চতুষ্কোণ
B
মহুয়া
C
ক্ষণিকা
D
উৎসর্গ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ)
-
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক
-
অর্জন:
-
১৯১৩ সালে নোবেল পুরস্কার (সাহিত্য)
-
১৯১৫ সালে ইংরেজদের ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথের: উৎসর্গ, ক্ষণিকা, মহুয়া
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস: চতুষ্কোণ
0
Updated: 2 months ago