A
মজিদ
B
কুবের
C
মালেক
D
গোরা
উত্তরের বিবরণ
‘পদ্মানদীর মাঝি’ এবং মানিক বন্দ্যোপাধ্যায়
-
উল্লেখযোগ্য চরিত্র: কুবের
-
পদ্মানদীর মাঝি:
-
১৯৩৪ সালে ধারাবাহিকভাবে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত।
-
কাহিনি: পদ্মা নদীর তীরে বসবাসরত ধীবরদের জীবন ও দৈনন্দিন সংগ্রাম।
-
অন্যান্য চরিত্র: কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা।
-
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ২৯ মে ১৯০৮, দুমকা, বিহার; পৈতৃক নিবাস: মালবদিয়া, ঢাকা।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
জননী (১৯৩৫)
-
দিবারাত্রির কাব্য (১৯৩৫)
-
পদ্মানদীর মাঝি (১৯৩৬)
-
পুতুলনাচের ইতিকথা (১৯৩৬)
-
শহরতলী (১৯৪০-৪১)
-
চিহ্ন (১৯৪৭)
-
চতুষ্কোণ (১৯৪৮)
-
সার্বজনীন (১৯৫২)
-
আরোগ্য (১৯৫৩)
-
-
উল্লেখযোগ্য ছোটগল্পসমূহ:
-
অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)
-
প্রাগৈতিহাসিক (১৯৩৭)
-
সরীসৃপ (১৯৩৯)
-
সমুদ্রের স্বাদ (১৯৪৩)
-
হলুদ পোড়া (১৯৪৫)
-
আজ কাল পরশুর গল্প (১৯৪৬)
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০)
-
ফেরিওয়ালা (১৯৫৩)
-
-
নোট:
-
মজিদ – সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু চরিত্র
-
মালেক – সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি চরিত্র
-
গোরা – রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের চরিত্র
-

0
Updated: 8 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে প্রদান করেন?
Created: 7 hours ago
A
মহাত্মা গান্ধী
B
চি-সি-লিজন
C
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
D
ক্ষিতিমোহন সেন
সঠিক উত্তর হলো: গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই উপাধি রবীন্দ্রনাথের কবিতার সর্বজনীনতা এবং বিশ্বজনীন আবেদনকে স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এবং পরবর্তীতে তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতির প্রতীক হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
সম্মান: ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত; এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম এই গৌরব অর্জন।
-
ভ্রমণ: বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে বেড়িয়েছেন।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর বাড়িতে।
-
-
উপাধিসমূহ
-
‘বিশ্বকবি’ – প্রদান করেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
-
‘গুরুদেব’ – মহাত্মা গান্ধী প্রদান করেছেন।
-
‘কবিগুরু’ – ক্ষিতিমোহন সেন প্রদান করেছেন।
-
‘মহাকবি’ – চীনা কবি চি-সি-লিজন প্রদান করেছেন।
-

0
Updated: 7 hours ago
আবু জাফর শামসুদ্দীনের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
নয়া সড়ক
B
ক্রান্তি
C
কণ্ঠস্বর
D
অগত্যা
'নয়া সড়ক' পত্রিকা
-
ধরণ: বার্ষিক সাহিত্যপত্র
-
প্রকাশের সাল: ১৯৪৮
-
প্রথম সম্পাদক: আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলি
-
বিশেষত্ব:
-
১৯৪৭ সালের ভারত ভাগের পর স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত।
-
মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হত।
-
আজ ‘দুষ্প্রাপ্য’ হিসেবে বাংলা একাডেমীতে সংরক্ষিত।
-
-
নামকরণের তাৎপর্য: নতুনের দিকে যাত্রার প্রত্যাশা প্রকাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
কোন দ্বিরুক্ত শব্দজুটি আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 week ago
A
নরম নরম হাত
B
পাকা পাকা আম
C
উড়ু উড়ু মন
D
শীত শীত লাগে

0
Updated: 1 week ago