A
সুকান্ত ভট্টাচার্য
B
শামসুর রাহমান
C
মুনীর চৌধুরী
D
শামসুল হক
উত্তরের বিবরণ
শামসুর রাহমান ও ‘স্বাধীনতা তুমি’
-
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা শামসুর রাহমান।
-
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রাম।
-
শৈশবের ডাক নাম: ‘বাচ্চু’।
-
মাত্র আঠারো বছর বয়সে কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা প্রকাশ: ১৯৪৩ সালে ‘সোনার বাংলা’ পত্রিকায়।
-
মুক্তিযুদ্ধকালীন লেখালেখি: ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
মৃত্যু: ২০০৬, ঢাকা।
-
প্রাপ্ত পুরস্কারসমূহ: আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
-
-
বিখ্যাত কবিতাসমূহ
-
প্রথম গান
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-

0
Updated: 8 hours ago
জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১০৪তম
B
১১৪তম
C
১২৪তম
D
১৩৪তম
টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৫
-
প্রতিবেদনের শিরোনাম: Sustainable Development Report 2025
-
প্রকাশকাল: জুলাই, ২০২৫
-
প্রকাশক: জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN)
-
অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি
শীর্ষ ৩ দেশ:
১. ফিনল্যান্ড
২. সুইডেন
৩. ডেনমার্ক
সর্বনিম্ন ৩ দেশ:
১৬৫. শাদ
১৬৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
১৬৭. দক্ষিণ সুদান

0
Updated: 1 month ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 1 month ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 1 month ago
‘চার ইয়ারি কথা’ কোন ধরনের গ্রন্থ?
Created: 3 weeks ago
A
গল্পগ্রন্থ
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধগ্রন্থ
চার ইয়ারী কথা’ (গল্পগ্রন্থ)
-
রচয়িতা: প্রমথ চৌধুরী
-
প্রকাশকাল: ১৯১৬
-
বিষয়বস্তু: চার বন্ধুর প্রেমের কাহিনী; নায়িকারা সকলেই ইউরোপীয়।
-
প্রথম নায়িকা: উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা: চোর
-
তৃতীয় নায়িকা: প্রতারক
-
চতুর্থ নায়িকা: মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে
-
-
বৈশিষ্ট্য: ভাষার চাতুর্য, সূক্ষ্ম ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা; ভাবালু প্রেমকাহিনীকে প্রতিবাদী রূপে উপস্থাপন।
প্রমথ চৌধুরী
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
-
উল্লেখযোগ্য রচনা:
-
বীরবলের হালখাতা (১৯০২, ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত) → প্রথমবার চলিত রীতি প্রয়োগ।
-
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।

0
Updated: 3 weeks ago