"প্রেমাংশুর রক্ত চাই" কোন সাহিত্যিকের রচনা?
A
শওকত ওসমান
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
প্রেমাংশুর রক্ত চাই ও নির্মলেন্দু গুণ
-
প্রেমাংশুর রক্ত চাই হলো নির্মলেন্দু গুণের রচিত একটি কাব্যগ্রন্থ।
-
নির্মলেন্দু গুণ
-
তিনি বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
-
জন্ম: ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
ডাকনাম: রতন।
-
পাঠকসমাজে তাঁকে প্রায়ই “বাংলাদেশের কবিদের কবি” বলা হয়।
-
কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
-
কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।
-
-
কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবি
-
চাষাভূষার কাব্য
-
মুজিব লেলিন ইন্দিরা
-
নিশিকাব্য
-
-
অনুবাদকবিতা
-
রক্ত আর ফুলগুলি
-
তোহু
-
রাজনৈতিক কবিতা
-
-
ছোটগল্প
-
অন্তর্জাল
-
আপনদলের মানুষ
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 1 month ago
A
পথের দাবী → শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
নেকড়ে অরণ্য → শওকত ওসমান
C
চাঁদের অমাবস্যা → সৈয়দ ওয়ালীউল্লাহ
D
ক্রীতদাসের হাসি → শওকত আলী
সঠিক উত্তর ঘ) ক্রীতদাসের হাসি → শওকত আলী নয়, বরং এটি শওকত ওসমান রচিত। শওকত আলীর নামে প্রচলিত হলেও প্রকৃতপক্ষে ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস।
ক্রীতদাসের হাসি উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৬২।
-
এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস, যেখানে রূপক-প্রতীকের মাধ্যমে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছে।
-
উপন্যাসে বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী শাসক হিসেবে প্রতীকী রূপে এসেছে।
-
ক্রীতদাস তাতারি এবং বাঁদি মেহেরজান প্রেমে আবদ্ধ হলেও বাদশা তাদের মধ্যে বাধা সৃষ্টি করে। তাতারিকে গৃহবন্দি ও নির্যাতনের শিকার হতে হয়।
-
তাতারি আমৃত্যু বাদশার নির্যাতনের প্রতিবাদ করে যায়।
-
এখানে তাতারি বাঙালি জনতার প্রতীক এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি শেষ পর্যন্ত বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।
-
এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রাম।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান; সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
তিনি মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক উপন্যাস লিখেছেন।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য (মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত; পাকিস্তানি সেনাদের নির্যাতনের বিবরণ রয়েছে)
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি
তাঁর রচিত নাটকসমূহ
-
তস্কর নস্কর
-
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
-
আমলার মামলা
0
Updated: 1 month ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
হপ্তপয়কর' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ফকির গরীবুল্লাহ
B
আলাওল
C
সৈয়দ সুলতান
D
সৈয়দ হামজা
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি
0
Updated: 2 months ago