"প্রেমাংশুর রক্ত চাই" কোন সাহিত্যিকের রচনা?
A
শওকত ওসমান
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
প্রেমাংশুর রক্ত চাই ও নির্মলেন্দু গুণ
-
প্রেমাংশুর রক্ত চাই হলো নির্মলেন্দু গুণের রচিত একটি কাব্যগ্রন্থ।
-
নির্মলেন্দু গুণ
-
তিনি বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
-
জন্ম: ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
ডাকনাম: রতন।
-
পাঠকসমাজে তাঁকে প্রায়ই “বাংলাদেশের কবিদের কবি” বলা হয়।
-
কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
-
কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।
-
-
কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবি
-
চাষাভূষার কাব্য
-
মুজিব লেলিন ইন্দিরা
-
নিশিকাব্য
-
-
অনুবাদকবিতা
-
রক্ত আর ফুলগুলি
-
তোহু
-
রাজনৈতিক কবিতা
-
-
ছোটগল্প
-
অন্তর্জাল
-
আপনদলের মানুষ
-
0
Updated: 1 month ago
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
Created: 2 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
বদরুদ্দীন উমর
C
মোতাহের হোসেন চৌধুরী
D
মোহাম্মদ নজিবর রহমান
✦ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান
-
ধরণ: আঞ্চলিক ভাষার সংকলন গ্রন্থ।
-
বিষয়: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার অভিধান ও সংকলন।
-
সম্পাদনা: ড. মুহম্মদ শহীদুল্লাহ
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ খ্রিস্টাব্দে
-
গুরুত্ব: বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ হিসেবে এটি প্রথম।
✦ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯)
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম।
-
পরিচয়: শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
-
শিক্ষাজীবন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (তুলনামূলক ভাষাতত্ত্ব, ১৯১২)
-
বি.এল ডিগ্রি (১৯১৪)
-
১৯২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষা।
-
-
বিশেষত্ব: বহুভাষাবিদ; ১৮টি ভাষা জানতেন, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছন্দে কাজ করেছেন।
✦ উল্লেখযোগ্য রচনা
-
বাংলা সাহিত্যের কথা
-
ভাষা ও সাহিত্য
-
বাংলা ভাষার ইতিবৃত্ত
0
Updated: 2 months ago
বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক কে?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
বুদ্ধদেব বসু
সুধীন্দ্রনাথ দত্ত
-
কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান।
-
ত্রৈমাসিক পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে অমর হয়ে আছেন।
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক।
-
মৃত্যু: ১৯৬০ সালে, কলকাতা।
রচিত কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তর ফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যবহৃত ছদ্মনাম কোনটি?
Created: 1 month ago
A
ক্বচিৎ প্রৌঢ়
B
ভ্রমণকারী বন্ধু
C
যুগসন্ধির কবি
D
কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
ঈশ্বরচন্দ্র গুপ্ত
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন কবি ও সাংবাদিক, জন্ম ১৮১২ সালে শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গে।
-
তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালিখি করতেন। বাংলা সাহিত্যে তিনি যুগসন্ধির কবি নামে পরিচিত—মধ্যযুগ ও আধুনিক যুগের মিলন ঘটিয়েছেন।
-
সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়।
-
তাঁর রচনার বিশেষত্ব হলো ব্যঙ্গ-বিদ্রূপ।
-
সাংবাদিকতা
-
তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন।
-
১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত।
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
-
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন।
সাহিত্যকীর্তি
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ তাঁর অন্যতম কীর্তি।
-
প্রকাশিত গ্রন্থসমূহ:
-
রামপ্রসাদ সেন কৃত কালীকীর্তন
-
কবিবর ভারতচন্দ্র রায় ও তাঁর জীবনবৃত্তান্ত
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্যসংগ্রহ
-
কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ
-
মণিকৃষ্ণ গুপ্ত সম্পাদিত সংগ্রহ
-
অন্যান্য তথ্য
-
‘যুগসন্ধির কবি’ ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি; এটি তাঁর ছদ্মনাম নয়।
-
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম: ক্বচিৎ প্রৌঢ়
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম: কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago