A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
উত্তরের বিবরণ
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-

0
Updated: 8 hours ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা।
- মৃত্যুক্ষুধা ।
- কুহেলিকা।
• 'মৃত্যুক্ষুধা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে। অন্যদিকে গল্পের নায়কা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
• 'কুহেলিকা' উপন্যাস:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত তাঁর রচিত গীতিনাট্য: আলেয়া, মধুমালা।
• কাজী নজরুল ইসলাম রচিত তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
"রাজর্ষি" উপন্যাসের মূল বিষয়বস্তু কী?
Created: 1 week ago
A
প্রেমকাহিনী
B
সামাজিক সংস্কার
C
রাজনীতি
D
ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সংস্কার
'রাজর্ষি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৮৮৭
-
বিষয়বস্তু: ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস অবলম্বনে রচিত ঐতিহাসিক উপন্যাস।
-
মূল ভাব: মানবতার পক্ষে এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে।
-
১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটক রচিত হয়।
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোবিন্দমাণিক্য
-
পুরোহিত রঘুপতি
-
হাসি ও তাতা
-
জয়সিংহ
-
নক্ষত্ররায়
উৎস: রাজর্ষি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর।

0
Updated: 1 week ago
'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 2 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 2 weeks ago