বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরবময় সাহিত্যধারা।
মূল তথ্যসমূহ:
- 
এই সাহিত্য রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে সৃষ্টি হয়েছে। 
- 
বাংলাদেশে শ্রীচৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে বৈষ্ণব পদাবলির ব্যাপক বিকাশ ঘটে। 
- 
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ। 
- 
বৈষ্ণব সাহিত্য তিন প্রকারে বিভক্ত: 
 ১. জীবনীকাব্য
 ২. বৈষ্ণব শাস্ত্র
 ৩. বৈষ্ণব পদাবলি
