A
শওকত ওসমান
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
প্রেমাংশুর রক্ত চাই ও নির্মলেন্দু গুণ
-
প্রেমাংশুর রক্ত চাই হলো নির্মলেন্দু গুণের রচিত একটি কাব্যগ্রন্থ।
-
নির্মলেন্দু গুণ
-
তিনি বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
-
জন্ম: ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
ডাকনাম: রতন।
-
পাঠকসমাজে তাঁকে প্রায়ই “বাংলাদেশের কবিদের কবি” বলা হয়।
-
কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
-
কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।
-
-
কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবি
-
চাষাভূষার কাব্য
-
মুজিব লেলিন ইন্দিরা
-
নিশিকাব্য
-
-
অনুবাদকবিতা
-
রক্ত আর ফুলগুলি
-
তোহু
-
রাজনৈতিক কবিতা
-
-
ছোটগল্প
-
অন্তর্জাল
-
আপনদলের মানুষ
-

0
Updated: 8 hours ago
ইউসুফ জুলেখা কাব্য কে রচনা করেছেন?
Created: 5 days ago
A
শাহ মুহম্মদ সগীর
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
আলাওল
• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ্ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম - ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

0
Updated: 5 days ago
বিষ্ণু দে রচিত ‘সাত ভাই চম্পা’ কী ধরনের গ্রন্থ?
Created: 3 weeks ago
A
উপন্যাস
B
প্রবন্ধগ্রন্থ
C
গল্পগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
‘সাত ভাই চম্পা’ (কাব্যগ্রন্থ)
-
রচয়িতা: বিষ্ণু দে
-
ধরণ: কাব্যগ্রন্থ
বিষ্ণু দে
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতার পটলডাঙ্গা।
-
পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম।
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
-
কবিতায় প্রভাব: টি.এস. এলিয়টের কবিতা।
-
সম্পাদকীয় কাজ:
-
পরিচয় পত্রিকা (১৯৩১–১৯৪৭) → সম্পাদক
-
সাহিত্যপত্র (১৯৪৮) → প্রকাশিত পত্রিকা
-
-
মৃত্যু: ৩ ডিসেম্বর ১৯৮২, কলকাতা।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ

0
Updated: 3 weeks ago
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
Created: 4 days ago
A
বাল্মীকি
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মহাশ্মশান
D
মেঘনাদবধ কাব্য
মেঘনাদবধ কাব্য মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে ১৮৬১ সালের জুন মাসে তিনি এটি রচনা করেন। ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে মধুসূদন দত্ত রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন। নয় সর্গে রচিত এই মহাকাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা প্রমুখ। সর্গসমূহ: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। অন্য তথ্য: কায়কোবাদের মহাকাব্য: মহাশ্মশান। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন বাল্মীকি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago