সন্ধির প্রধান সুবিধা কী?
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
উত্তরের বিবরণ
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 4 months ago
'তৃষ্ণার্ত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
তৃষ্ণা + অর্ত
B
তৃষ্ণা + আর্ত
C
তৃষ্ণা + ঋত
D
তৃষ্ণা + রিত
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ - 'তৃষ্ণা + ঋত'।
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)।
• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।
0
Updated: 2 weeks ago
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 1 month ago
A
রূপতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
অর্থতত্ত্বে
D
ধ্বনিতত্ত্বে
সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
0
Updated: 1 month ago
‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
কৃ+ক্তি
B
কৃষ+তি
C
কৃঃ+তি
D
কৃষ+টি
সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কৃষ্টি। 'তি' (ক্তি) প্রত্যয় যোগে গঠিত 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কৃষ্ + তি । এরূপ—√দৃশ + তি = দৃষ্টি, শ্রম্ + তি = শ্রান্তি, √ভজ্ + তি = ভক্তি ইত্যাদি ।
0
Updated: 1 month ago