সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?
A
১৪ জানুয়ারি-২০২৩
B
২৪ জানুয়ারি-২০২৩
C
১৫ অক্টোবর-২০২৩
D
২৫ অক্টোবর-২০২৩
উত্তরের বিবরণ
সার্বজনীন পেনশন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনার লক্ষে ২৪ জানুয়ারি-২০২৩ জাতীয় সংসদ অধিবেশনে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস করা হয়।

0
Updated: 4 months ago
What is the export revenue earned in the commodity sector during July-June of the fiscal year 2024-2025?
Created: 3 weeks ago
A
44,469.74 million US dollars
B
48,283.93 million US dollars
C
47,233.95 million US dollars
D
46,283.53 million US dollars
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• ২০২৪-২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম:
-
অর্থ-বছর (২০২৪-২০২৫) জুলাই-জুন সময়ে পণ্য খাতে অর্জিত রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
-
বিগত ২০২৩-২০২৪ অর্থ-বছরে মোট রপ্তানি আয় ছিল ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
-
২০২৪-২০২৫ অর্থ-বছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা হলো ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।
-
চলতি বছরের রপ্তানি আয় বিগত অর্থ-বছরের একই সময়ের তুলনায় ৮.৫৮% বেশি, এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জন।
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 3 weeks ago
'Alliance' is an Apparel Group of clothing buyers from which country?
Created: 3 weeks ago
A
Germany
B
United States
C
Canada
D
United Kingdom
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (Alliance for Bangladesh Worker Safety)
-
সংজ্ঞা ও গঠন: যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ডভিত্তিক একটি সংগঠন।
-
প্রতিষ্ঠা: ২০১৩ সালে, রানা প্লাজা ধসের পর, বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে।
-
সদস্য ও অংশীদার: বড় আমেরিকান ক্রেতা প্রতিষ্ঠান যেমন গ্যাপ (Gap) ও ওয়ালমার্ট (Walmart) এই জোটের অংশ।
-
প্রতিষ্ঠাতা সদস্য: যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ২৮টি গার্মেন্টস ব্র্যান্ড।
উৎস: দ্যা ডেইলি স্টার এবং বিবিসি

0
Updated: 3 weeks ago
In which industry is White Clay mainly used?
Created: 3 weeks ago
A
Food industry
B
textile industry
C
Ceramic industry
D
Construction industry
চীনামাটি
-
সংজ্ঞা ও গঠন: চীনামাটি হলো কেওলিন (Kaolin) নামক খনিজ পদার্থ দ্বারা গঠিত একটি উন্নতমানের কর্দম, যা প্রধানত সিরামিক শিল্পে ব্যবহৃত হয়।
-
প্রয়োগ: বাংলাদেশে গৃহস্থালি ব্যবহারের জন্য চীনামাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র ব্যাপকভাবে জনপ্রিয়।
-
অবস্থান: দেশের বিভিন্ন অঞ্চলে ভূ-পৃষ্ঠে বা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির অস্তিত্ব পাওয়া গেছে।
-
নেত্রকোনা জেলা: বিজয়পুর ও গোপালপুর
-
শেরপুর জেলা: নালিতাবাড়ী উপজেলা
-
চট্টগ্রাম জেলা: হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলা, বাইতুল ইজ্জত
-
দিনাজপুর জেলা: মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া
-
নওগাঁ জেলা: পত্নীতলা
-
-
এই অঞ্চলে ভূ-পৃষ্ঠের কাছাকাছি স্থানে চীনামাটির খনি পাওয়া গেছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago