কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ?
A
১২০১-১৮০০ খ্রি.
B
১৫০১-১৯০০ খ্রি.
C
১২০১-১৩৫০ খ্রি.
D
৯০১- ১২০০ খ্রি.
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত বিস্তৃত। অনেকে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়টিকে যুগসন্ধি বা অন্ধকার যুগ হিসেবে অভিহিত করেন। মধ্যযুগের প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য, আর প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য ‘ইউসুফ-জোলেখা’ রচনা করেন। এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন হলো অনুবাদ সাহিত্য।
মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
শ্রীকৃষ্ণকীর্তন
-
ইউসুফ-জোলেখা
-
রামায়ণ
-
মঙ্গলকাব্য
-
ডাক ও খনার বচন
-
নূরনামা
0
Updated: 1 month ago
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
Created: 2 months ago
A
শ্রীচৈতন্যদেব
B
শ্রীকৃষ্ণ
C
আদিনাথ
D
মনোহর দাশ
শ্রী চৈতন্যদেব এবং চৈতন্যযুগ
-
শ্রী চৈতন্যদেব মধ্যযুগের বাংলার একজন প্রভাবশালী ধর্মপ্রচারক। যদিও তিনি নিজে কোনো সাহিত্যিক কাব্য রচনা করেননি, তবু তাঁর নামেই একটি সাহিত্য যুগের সূচনা হয়, যা চৈতন্যযুগ নামে পরিচিত।
-
তাঁর প্রভাবে বৈষ্ণব সাহিত্য জন্মে, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বলে বিবেচিত। এই সাহিত্য বাঙালির স্বজাত্যবোধ এবং নিজস্ব সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ হলো বৃন্দাবন দাসের রচিত ‘চৈতন্য-ভাগবত’।
-
বাংলা সাহিত্যের মধ্যে চৈতন্যযুগের সময়কাল ১৫০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
-
শ্রীচৈতন্যদেবের পিতৃদত্ত নাম বিশম্ভর মিশ্র, ডাকনাম নিমাই।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৪৮৬ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ১৫৩৩ খ্রিস্টাব্দে।
বৈষ্ণব সাহিত্য
বৈষ্ণব সাহিত্য প্রধানত তিন প্রকারে বিভক্ত:
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
পদাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
Created: 5 months ago
A
বিহারীলাল চক্রবর্তী
B
ঈশ্বর চন্দ্র গুপ্ত
C
ভারত চন্দ্র রায় গুণাকর
D
আলাওল
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯): কবি, সাংবাদিক। ‘ক্রমবর্ধমান যুগ’ ও ‘আধুনিক যুগের মিলনকারী’ কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
- তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইব্রেরি এশিয়াটিক সোসাইটি। (Slight correction of the source, "লাইব্রেরি এশিয়াটিক সোসাইটি" seems more appropriate than "লাইভ এশিয়াটিক লেকচার")
0
Updated: 5 months ago
বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রবর্তক-
Created: 2 months ago
A
সাবিরিদ খান
B
শাহ মুহাম্মদ সগীর
C
দৌলত উজির বাহরাম খান
D
কোরেশী মাগন ঠাকুর
শাহ মুহাম্মদ সগীর
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি
-
জন্ম: আনুমানিক ১৪ শতকের শেষ ভাগে, মৃত্যু ১৫ শতকে
-
গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি
-
তাঁর পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য: ‘ইউসুফ জোলেখা’
-
এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন করেন
0
Updated: 2 months ago