'দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।' - পদটি রচনা করেন কে?
A
বীণাপা
B
কুক্কুরীপা
C
ঢেণ্ডণপা
D
ভুসুকুপা
উত্তরের বিবরণ
কুক্কুরীপা চর্যাপদের অন্যতম কবি, যিনি ধারণা অনুযায়ী খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং সম্ভবত তিব্বতের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি চর্যাপদের ২, ২০ ও ৪৮ নং পদের রচয়িতা, যদিও ৪৮ নং পদটি এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুক্কুরীপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।”
0
Updated: 1 month ago
বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক কে?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
বুদ্ধদেব বসু
সুধীন্দ্রনাথ দত্ত
-
কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান।
-
ত্রৈমাসিক পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে অমর হয়ে আছেন।
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক।
-
মৃত্যু: ১৯৬০ সালে, কলকাতা।
রচিত কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তর ফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার
0
Updated: 2 months ago
‘চন্দ্রাবতী’ পালাটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
নয়ানচাঁদ ঘোষ
B
দ্বিজ ঈশান
C
মনসুর বয়াতি
D
দ্বিজ কানাই
মৈমনসিংহ গীতিকা বাংলার লোকসাহিত্যের এক অমূল্য ভাণ্ডার। এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন, যেখানে গ্রামীণ জীবনের রোমান্স, প্রেম-বিয়োগান্তক কাহিনি ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।
-
মৈমনসিংহ গীতিকা মূলত ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগান।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে এসব পালাগান সংগ্রহ করেন।
-
তিনি সংগৃহীত গানগুলো সম্পাদনা করে ১৯২৩ সালে গ্রন্থাকারে ‘মৈমনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
সংকলনে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গীতিকাগুলো হলো:
-
চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ)
-
দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি)
-
মহুয়া (দ্বিজ কানাই)
-
মলুয়া (চন্দ্রাবতী)
-
কমলা (দ্বিজ ঈশান)
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী)
-
রূপবতী
-
কাজলরেখা
-
কঙ্ক ও লীলা
-
চন্দ্রাবতী রামায়ণ
0
Updated: 1 month ago