A
ভারতী
B
তত্ত্ববােধিনী
C
পরিচয়
D
সওগাত
উত্তরের বিবরণ
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে প্রকাশিত হয়। এটি ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল ব্রাহ্মধর্মের প্রচার এবং সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা।
পত্রিকায় লিখতেন উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকরা, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়।
যদিও মূলত বেদান্ত-ভিত্তিক ব্রহ্মবিদ্যার প্রচারই পত্রিকার লক্ষ্য ছিল, তবুও এতে প্রকাশিত হত জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান রচনা।
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়। অক্ষয়কুমারের পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।

0
Updated: 10 hours ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 3 months ago
A
মীর মশাররফ হোসেন
B
মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
C
মোজাম্মেল হক
D
রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
মোজাম্মেল হক ছিলেন মাসিক সাহিত্য পত্রিকা ‘মোস্লেম ভারত’ এর সম্পাদক।
মোস্লেম ভারত সম্পর্কে কিছু তথ্যঃ
-
এটি ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত একটি মাসিক সাহিত্য সাময়িকী।
-
পত্রিকার প্রথম সংখ্যা ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়।
-
ধর্ম-বর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশ পেত।
-
প্রতি সংখ্যার প্রথম পাতার উপরের অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী সংকলিত হতো।
-
কাজী নজরুল ইসলামের কবিপ্রতিভার বিকাশে ‘মোস্লেম ভারত’ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
-
কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস ‘বাঁধনহারা’-র প্রথম কিস্তি ‘মোস্লেম ভারত’-এর প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
প্রমথনাথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
প্যারীচাঁদ মিত্র
D
দীনবন্ধু মিত্র
‘সংবাদ প্রভাকর’ ছিল বাংলা ভাষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে শুরু করেন।
যদিও এটি কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, ১৮৩৬ সালে আবারও প্রকাশ শুরু হয় এবং ১৮৩৯ সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
এই পত্রিকাটি শুধু সংবাদ প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রও গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রাথমিক রচনাগুলি এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন এবং সংবাদ সাধুরঞ্জন নামক আরও কয়েকটি পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago