A
আন
B
আই
C
আল
D
আও
উত্তরের বিবরণ
[প্রদত্ত অপশনে ‘খ’ ও ‘ঘ’ দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
• ভাববাচক বিশেষ্য গঠনে ‘আই’ এবং 'আও' এই দুটি প্রত্যয়ই ব্যবহৃত হয়।
যেমন:
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আই' প্রত্যয়ের ব্যবহার - √চড়্ + আই = চড়াই
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আও' প্রত্যয়ের ব্যবহার - √পাকড় + আও = পাকড়াও; √চড় + আও = চড়াও ইতাদি।
উৎস: বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago