বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
চিহ্ন
উত্তরের বিবরণ
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।
অন্যদিকে,
• বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
• ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
• বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
0
Updated: 11 hours ago
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
Created: 1 week ago
A
১০টি
B
১৫টি
C
২০টি
D
২৫টি
0
Updated: 1 week ago
কোনটি দন্ত্য ধ্বনি?
Created: 2 months ago
A
ণ
B
প
C
ত
D
চ
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
0
Updated: 2 months ago
'বুনা > বোনা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
পরাগত স্বরসঙ্গতি
B
প্রগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি হলো সেই ঘটনা যখন একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটে।
উদাহরণ
-
দেশি > দিশি
-
বিলাতি > বিলিতি
প্রকারভেদ:
-
প্রগত স্বরসঙ্গতি: আদিস্বরের প্রভাবে অন্ত্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো -
পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বুনা > বোনা, দেশি > দিশি -
মধ্যগত স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয়ের প্রভাবে মধ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বিলাতি > বিলিতি, ভিখারি > ভিখিরি -
অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয় স্বরই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়।
উদাহরণ: মোজা > মুজো
উৎস:
0
Updated: 1 month ago