প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
35
B
48
C
47
D
50
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 50
প্রথম চিত্রে,
(6 × 3) + (5 × 15)
= 18 + 75
= 93
দ্বিতীয় চিত্রে,
(9 × 6) + (7 × 5)
= 54 + 35
= 89
তৃতীয় চিত্রে,
(4 × 8) + (18 × 1)
= 32 + 18
= 50
0
Updated: 1 month ago
Elegy শব্দটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
শোকগাথা
B
গীতিকা
C
সমাধি লিপি
D
প্রশংসাপত্র
Elegy শব্দের অর্থ হলো শোকগাথা বা বিলাপকাব্য, যা সাধারণত কোনো ব্যক্তির মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি শোক প্রকাশের জন্য রচিত হয়। এটি গ্রিক শব্দ "elegos" থেকে উদ্ভূত, যার অর্থ শোকের গান বা কবিতা।
-
Elegy: শোকগাথা, বিলাপকাব্য
-
Ballad: গীতিকা
-
Epitaph: সমাধি লিপি
-
Testimonial: প্রশংসাপত্র
উৎস:
0
Updated: 1 month ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)
0
Updated: 1 month ago
একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
Created: 1 month ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
আধুনিক পদার্থবিজ্ঞান
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
সমাধান:

ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর সমকোণে থাকে।
তখন ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।
0
Updated: 1 month ago