এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
সমাধান:
ভোরবেলা ঐ ব্যক্তি একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুঁটি B এর ছায়া তার ঠিক ডানদিকে পড়লে সূর্যের অবস্থান হবে তার বামদিকে অর্থাৎ পূর্বদিকে।
ধরি,
ব্যক্তির অবস্থান A,
সূর্যের অবস্থান ব্যক্তির পূর্বদিকে হলে ,
খুঁটি B এর ছায়ার অবস্থান হবে পশ্চিম দিকে।
অর্থাৎ ওই ব্যক্তিটি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন।
0
Updated: 1 month ago
Created: 1 month ago
A
a
B
b
C
c
D
d
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর- খ) b 
প্রতিটি সারিতে তৃতীয় চিত্রটিকে প্রথম চিত্রে স্থাপন করলে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায়।
অর্থাৎ সম্পূর্ণ চিত্রটি হবে -

0
Updated: 1 month ago
পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
Created: 1 month ago
A
অনিক
B
বিজয়
C
মুকুল
D
রাজিব
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
সমাধান:
দেওয়া তথ্য মতে,
রাজিবের বামদিকে মুকুল।
বিজয় অনিক ও নুরুলের মাঝে আছে।
বিজয় অনিকের ডান দিকে আছে অর্থাৎ অনিকের ডান পাশে যে ব্যক্তি আছে তিনি বিজয়।
অতএব নূরুলের ডান দিকে সবসময় মুকুলই থাকে।
অতএব উত্তর: মুকুল।

0
Updated: 1 month ago
যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
Created: 3 weeks ago
A
১২০
B
৯২
C
১১৫
D
১১০
প্রশ্ন: যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
সমাধান: বাংলা ব্যাঞ্জন বর্ণ চ এর অবস্থানগত মান = ৬
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
চ × G = ৬ ×৭ = ৪২
একইভাবে
J × ট =১০ × ১১ = ১১০

0
Updated: 3 weeks ago