A
P
B
Q
C
R
D
T
উত্তরের বিবরণ
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।

0
Updated: 10 hours ago
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
Created: 1 week ago
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 1 week ago
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
Created: 10 hours ago
A
1224
B
3012
C
3628
D
4812
প্রশ্ন: 9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
সমাধান:
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = 4812
9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]
∴ 9 × 3 = 5418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]
4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
∴ 5 × 4 = 3024 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
অনুরূপভাবে,
8 × 6 = 48 [6 দ্বারা গুণ করে]
2 × 6 = 12 [6 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 4812 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

0
Updated: 10 hours ago
নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
Created: 5 days ago
A
৯
B
৮
C
১১
D
১০
প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
সমাধান:
প্রদত্ত সিরিজটি হলো- ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
এখানে সিরিজটিকে দুটি ভাগ করা যায়।
প্রথম সিরিজক- ১, ২, ৩, ৪, ৫, ৬
দ্বিতীয় সিরিজ- ৪, ৫, ৬, ৭, ৯
দ্বিতীয় সিরিজটিতে- ৪, ৫, ৬, ৭-এর পর ৮ আসার কথা, কিন্তু আছে ৯।
তাই, ভুল সংখ্যাটি হলো ৯।
সঠিক উত্তর: (ক) ৯

0
Updated: 5 days ago