প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
4
B
6
C
13
D
11
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 6 সংখ্যাটি বসবে।
প্রথম সারিতে, 9 + 1 + 5 = 15
দ্বিতীয় সারিতে, 4 + 8 + 3 = 15
তৃতীয় সারিতে, 2 + 6 + 7 = 15
প্রথম কলামে, 9 + 4 + 2 = 15
দ্বিতীয় কলামে, 1 + 8 + 6 = 15
তৃতীয় কলামে, 5 + 3 + 7 = 15
∴ প্রদত্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে 6 সংখ্যাটি বসলে প্রতিটি কলাম ও সারির সংখ্যাগুলোর যোগফল হবে 15 অর্থাৎ সমান।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
8
B
9
C
10
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 9
প্রথম চিত্রে,
93 - (63 + 27) = 93 - 90 = 3
দ্বিতীয় চিত্রে,
79 - (37 + 38) = 79 - 75 = 4
তৃতীয় চিত্রে,
67 - (42 + 16) = 67 - 58 = 9
0
Updated: 1 month ago
৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?
Created: 1 month ago
A
৮১১৮
B
২৪৬৪
C
৩২১৬
D
১৬১৬
প্রশ্ন: ৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?
সমাধান:
এখানে,
সমান চিহ্নের ডান পাশের প্রথম ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট × সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
সমান চিহ্নের ডান পাশের দ্বিতীয় ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট + সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
এখন,
৩০৩ = (৩ × ৩) এবং (৩ + ৩) = ৯৬
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২
একই ভাবে,
৮০৮ = (৯ × ৯) এবং (৯ + ৯) = ৮১১৮
0
Updated: 1 month ago
দণ্ডটির ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত কেজি ভর রাখতে হবে?
Created: 2 months ago
A
20 কেজি
B
30 কেজি
C
45 কেজি
D
48 কেজি
প্রশ্ন: দণ্ডটির ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত কেজি ভর রাখতে হবে?
0
Updated: 2 months ago