যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
A
QTCPIG
B
QTBPIG
C
QTCQIG
D
QTCPIH
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
সমাধান:
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = QTCPIG
"PURPLE" শব্দটিতে, P = 16, U = 21, R = 18, P = 16, L = 12, E = 5
P = 16 , P = 16 , L = 12, E = 5
PURPLE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
P(16) + 2 = R(18)
U(21) + 2 = W(23)
R(18) + 2 = T(20)
P(16) + 2 = R(18)
L(12) + 2 = N(14)
E(5) + 2 = G(7)
অর্থাৎ শব্দটি হবে RWTRNG
অনুরূপভাবে, ORANGE শব্দটিতে
O =15, R = 18, A = 1, N = 14, G = 7, E = 5
ORANGE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
O(15) + 2 = 17 (Q)
R(18) + 2 = 20 (T)
A(1) + 2 = 3 (C)
N(14) + 2 = 16 (P)
G(7) + 2 = 9 (I)
E(5) + 2 =7 (G)
নির্ণেয় শব্দটি হবে = QTCPIG 
0
Updated: 1 month ago
একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
Created: 1 month ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
আধুনিক পদার্থবিজ্ঞান
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
সমাধান:

ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর সমকোণে থাকে।
তখন ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।
0
Updated: 1 month ago
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 1 month ago
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
0
Updated: 1 month ago
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
B
ঘড়ির কাঁটার দিকে
C
যে কোন দিকে
D
স্থির থাকবে
প্রশ্ন: Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে ৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago